পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( a eరి ) দুটি হৃদয়ের সুখ, ছটি হৃদয়ের ছুখ, দুটি হৃদয়ের আশা, মিশায় তোমার পায় ॥১১৮ মিশ্র ছায়ানট-বীপতাল। দুটি প্রাণ এক ঠাই তুমিত এনেছ ডাকি, শুভকার্য্যে জাগিতেছে তোমার প্রসন্ন অ’াখি। এ জগত চরাচরে বেঁধেছ যে প্রেমডোরে সে প্রেমে বাধিয়া দোহে স্নেহছায়ে রাখ ঢাকি । তোমারি অাদেশ লয়ে সংসারে পশিবে দোহে, তোমারি আশীষ বলে এড়াইবে মায়া মোহে। সাধিতে তোমার কাজ দুজনে চলিবে আজ, হৃদয়ে মিলাবে হৃদি তোমারে হৃদয়ে রাখি ॥৪১৯৷৷ প্রভাতী—বীপতাল। यो७८ख्न अनख्न क्षोटम Cभोङ् माग्नो श्रृंोजवि দুঃখ অtধার যেথা কিছুই নাহি।