পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সুখের বেদন সোহাগ যাতনা বুঝিতে পারি না ভাষা । ফুলের র্দী ধন, সাধের কাদন, পরাণ সঁপিতে প্রাণের সাধন,

  • লহ ” “ল ৬ ” বলে’ পরে আরাধন

পরের চরণে অাশা ৷ তিলেক দরশ পরশ মাগিয়া, বরম বরষ কাতরে জাগিয়া, পরের মুখের হাসির লাগিয়। আশ্র সাগরে ভাসা” । জীবনের সুখ খুজিবারে গিয়া জীবনের সুখ নাশ ॥’ ! ৫ ছায়ানট । বীপতাল । যেওনা, যেওনা ফিরে ; দাড়াও, বারেক দাড়াও হৃদয়-আসনে ?