পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( a y চঞ্চল সমীর সম ফিরিছ কেন কুসুমে কুসুমে কাননে কাননে ? তোমায় ধরিতে চাহি ধরিতে পারিনে, তুমি গঠিত যেন স্বপনে, এলহে, তোমারে বারেক দেখি ভরিবে অবি ধরিয়ে রাখি যতনে । প্রাণের মাঝে তোমারে ঢাকিব, ফুলের পাশে বঁধিয়ে রাখিব, তুমি দিবস নিশি রহিবে মিশি কোমল প্রেম শয়নে ! ৬ ॥ বসন্ত বাহার । কাওয়ালি । কে ডাকে ! আমি কতু ফিরে নাহি চাই ! কত ফুল ফুটে উঠে কত ফুল যায় টুটে, আমি শুধু বহে চলে যাই ।