পাতা:গীতবিতান.djvu/১০০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৮৭৬
প্রেম ও প্রকৃতি

হাসিতে অশ্রুতে গাঁথিয়া গাঁথিয়া  দিয়েছিনু তার বাহুতে বাঁধিয়া
আপনার মনে কাঁদিয়া কাঁদিয়া  ছিঁড়িয়া ফেলেছে হায় রে হায়,
সাধের স্বপন যায় রে যায়।
যে যায় সে যায়, ফিরিয়ে না চায়,  যে থাকে সে শুধু করে হায়-হায়—
নয়নের জল নয়নে শুকায়— মরমে লুকায় আশা।
বাঁধিতে পারে না আদরে সোহাগে— রজনী পোহায়, ঘুম হতে জাগে,
হাসিয়া কাঁদিয়া বিদায় সে মাগে— আকাশে তাহার বাসা।
যায় যদি তবে যাক।  একবার তবু ডাক্।
কী জানি যদি রে প্রাণ কাঁদে তার  তবে থাক্, তবে থাক্।

১২

হৃদয় মোর কোমল অতি,  সহিতে নারি রবির জ্যোতি,
লাগিলে আলো শরমে ভয়ে  মরিয়া যাই মরমে।
ভ্রমর মোর বসিলে পাশে  তরাসে আঁখি মুদিয়া আসে,
ভূতলে ঝ’রে পড়িতে চাহি  আকুল হয়ে শরমে।
কোমল দেহে লাগিলে বায়  পাপড়ি মোর খসিয়া যায়,
পাতার মাঝে ঢাকিয়া দেহ  রয়েছি তাই লুকায়ে।
আঁধার বনে রূপের হাসি  ঢালিব সদা সুরভিরাশি,
আঁধার এই বনের কোলে  মরিব শেষে শুকায়ে।

১৩

হৃদয়ের মণি আদরিণী মোর,  আয় লো কাছে আয়।
মিশাবি জোছনাহাসি  রাশি রাশি  মৃদু মধু জোছনায়।
মলয় কপোল চুমে  ঢলিয়া পড়িছে ঘুমে,
কপোল নয়নে  জোছনা মরিয়া যায়।
যমুনালহরীগুলি  চরণে কঁদিতে চায়।