পাতা:গীতবিতান.djvu/১০১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৮৮৬
প্রেম ও প্রকৃতি

৩৫

গা সখী, গাইলি যদি, আবার সে গান।
কতদিন শুনি নাই ও পুরানো তান।
কখনো কখনো যবে নীরব নিশীথে
একেলা রয়েছি বসি চিন্তামগ্ন চিতে—
চমকি উঠিত প্রাণ— কে যেন গায় সে গান,
দুই-একটি কথা তার পেতেছি শুনিতে।
হা হা সখী, সেদিনের সব কথাগুলি
প্রাণের ভিতরে যেন উঠিছে আকুলি।
যেদিন মরিব, সখী, গাস্ ওই গান—
শুনিতে শুনিতে যেন যায় এই প্রাণ।

৩৬

ও গান আর গাস্ নে, গাস্ নে, গাস্ নে।
যে দিন গিয়েছে সে আর ফিরিবে না—
তবে ও গান গাস্ নে।
হৃদয়ে যে কথা লুকানো রয়েছে সে আর জাগাস নে।

৩৭

সকলই ফুরাইল। যামিনী পোহাইল।
যে যেখানে সবে চলে গেল।
রজনীতে হাসিখুশি,  হরষপ্রমোদরাশি—
নিশিশেষে আকুলমনে  চোখের জলে
সকলে  বিদায় হল।

৩৮

ফুলটি ঝরে গেছে রে।
বুঝি সে উষার আলো  উষার দেশে চলে গেছে।