পাতা:গীতবিতান.djvu/১০১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
রবিচ্ছায়া
৮৮৭

শুধু সে পাখিটি  মুদিয়া আঁখিটি
সারাদিন একলা বসে  গান  গাহিতেছে।
প্রতিদিন দেখত যারে  আর তো তারে দেখতে না পায়—
তবু সে নিত্যি আসে গাছের শাখে,  সেইখেনেতেই বসে থাকে,
সারা দিন  সেই গানটি গায় সন্ধ্যা হলে কোথায় চলে যায়।

৩৯

সখা হে, কী দিয়ে আমি তুষিব তোমায়।
জরজর হৃদয় আমার মর্মবেদনায়,
দিবানিশি অশ্রু ঝরিছে সেথায়।
তোমার মুখে মুখের হাসি  আমি ভালোবাসি—
অভাগিনীর কাছে পাছে সে হাসি লুকায়।

৪০

বলি গো সজনী,  যেয়ো না, যেয়ো না—
তার কাছে আর যেয়ো না, যেয়ো না।
সুখে সে রয়েছে, সুখে সে থাকুক—
মোর কথা তারে বোলো না, বোলো না।
আমায় যখন ভালো সে না বাসে
পায়ে ধরিলেও বাসিবে না সে।
কাজ কী, কাজ কী, কাজ কী সজনী—
মোর তরে তারে দিয়ো না বেদনা।

৪১

সহে না যাতনা।
দিবস গণিয়া গণিয়া বিরলে
নিশিদিন বসে আছি শুধু পথপানে চেয়ে—
সখা হে, এলে না।
সহে না যাতনা।