পাতা:গীতবিতান.djvu/১০১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৮৮৮
প্রেম ও প্রকৃতি

দিন যায়, রাত যায়,  সব যায়—
আমি বসে হায়!
দেহে বল নাই,  চোখে ঘুম নাই—
শুকায়ে গিয়াছে আঁখিজল।
একে একে সব আশা ঝ’রে ঝ’রে পড়ে যায়—
সহে না যাতনা।

৪২

যাই যাই, ছেড়ে দাও—  স্রোতের মুখে ভেসে যাই।
যা হবার তা হবে আমার,  ভেসেছি তো ভেসে যাই।
ছিল যত সহিবার  সহেছি তো অনিবার—
এখন কিসের আশা আর।  ভেসেছি তো ভেসে যাই।

৪৩

অসীম সংসারে যার    কেহ নাহি কাঁদিবার
সে কেন গো কাঁদিছে!
অশ্রুজল মুছিবার    নাহি রে অঞ্চল যার
সেও কেন কাঁদিছে!
কেহ যার দুঃখগান  শুনিতে পাতে না কান,
বিমুখ সে হয় যারে শুনাইতে চায়,
সে আর কিসের আশে রয়েছে সংসারপাশে—
জ্বলন্ত পরান বহে কিসের আশায়।

৪৪

অনন্তসাগরমাঝে দাও তরী ভাসাইয়া।
গেছে সুখ, গেছে দুখ, গেছে আশা ফুরাইয়া।
সম্মুখে অনন্ত রাত্রি, আমরা দুজনে যাত্রী,
সম্মুখে শয়ান সিন্ধু দিগ্‌বিদিক হারাইয়া।