পাতা:গীতবিতান.djvu/১০৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৯০৪
প্রেম ও প্রকৃতি

৭৯

কী ধ্বনি বাজে
গহনচেতনামাঝে!
কী আনন্দে উচ্ছ্বসিল
মম তনুবীণা গহনচেতনামাঝে।
মনপ্রাণহরা সুধা-ঝরা
পরশে ভাবনা উদাসীনা।

৮০

ওরা  অকারণে চঞ্চল
ডালে ডালে দোলে বায়ুহিল্লোলে নবপল্লবদল।
বাতাসে বাতাসে প্রাণভরা বাণী  শুনিতে পেয়েছে কখন কী জানি,
মর্মরতানে দিকে দিকে আনে কৈশোকোলাহল।
ওরা  কান পেতে শোনে গগনে গগনে মেঘে মেঘে কানাকানি,
বনে বনে জানাজানি।
ওরা  প্রাণঝরনার উচ্ছলধার  ঝরিয়া ঝরিয়া বহে অনিবার,
চিরতাপসিনী ধরণীর ওরা শ্যামশিখা হোমানল।

৮১

আয় তোরা আয়  আয় গো—
গাবার বেলা যায় পাছে তোর  যায় গো।
শিশিরকণা ঘাসে ঘাসে  শুকিয়ে আসে,
নীড়ের পাখি নীল আকাশে  চায় গো।
সুর দিয়ে যে সুর ধরা যায়,  গান দিয়ে পাই গান,
প্রাণ দিয়ে পাই প্রাণ— তোর আপন বাঁশি আন্,
তবেই যে তুই শুনতে পাবি  কে বাঁশি বাজায় গো।
শুকনো দিনের তাপ  তোর  বসন্তকে দেয় না যেন শাপ।
ব্যর্থ কাজে মগ্ন হয়ে  লগ্ন যদি যায় গো ব’য়ে
গান-হারানো হাওয়া তখন করবে যে ‘হায়  হায়’ গো।