পাতা:গীতবিতান.djvu/১০৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রেম ও প্রকৃতি
৯০৯

৯২

বারে বারে ফিরে ফিরে তোমার পানে
দিবারাতি ঢেউয়ের মতো চিত্ত বাহু হানে,
মন্দ্রধ্বনি জেগে ওঠে উল্লোল তুফানে।
রাগরাগিণী উঠে আবর্তিয়া  তরঙ্গে নর্তিয়া
গহন হতে উচ্ছলিত স্রোতে।
ভৈরবী রামকেলি  পুরবী কেদারা  উচ্ছ্বসি যায় খেলি,
ফেনিয়ে ওঠে জয়জয়ন্তী  বাগেশ্রী কানাড়া  গানে গানে।
তোমার আমায় ভেসে
গানের বেগে যাব নিরুদ্দেশে।
তালী-তমালী-বনরাজি-নীলা  বেলাভূমিতলে ছন্দের লীলা—
যাত্রাপথে পালের হাওয়ায় হাওয়ায়
তালে তালে তানে তানে।

ভাদ্র ১৩৪৬]

৯৩

রিমিকি ঝিমিকি ঝরে ভাদরের ধারা—
মন যে কেমন করে, হল দিশাহারা।
যেন কে গিয়েছে ডেকে,
রজনীতে সে কে  দ্বারে দিল নাড়া—
রিমিকি ঝিমিকি ঝরে ভাদরের ধারা।
বঁধু দয়া করো,  আলোখানি ধরো হৃদয়ে।
আধো-জাগরিত তন্দ্রার ঘোরে  আঁখি জলে যায় যে ভ’রে।
স্বপনের তলে ছায়াখানি দেখে   মনে মনে ভাবি এসেছিল সে কে—
রিমিকি ঝিমিকি ঝরে ভাদরের ধারা।

ভাদ্র ১৩৪৬]

৯৪

আজি কোন্ সুরে বাঁধিব  দিন-অবসান-বেলারে
দীর্ঘ ধূসর অবকাশে  সঙ্গীজনবিহীন শূন্য ভবনে।—