পাতা:গীতবিতান.djvu/১০৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৯২৬
পরিশিষ্ট ১

প্রমদা।  এ তো  খেলা নয়, খেলা নয়—
এ-যে  হৃদয়দহন জ্বালা সখী।
এ-যে  প্রাণ-ভরা ব্যাকুলতা, গোপন মর্মের ব্যথা—
এ-যে কাহার চরণোদ্দেশে জীবন মরণ ঢালা।
কে যেন সতত মোরে  ডাকিয়ে আকুল করে—
‘যাই যাই’ করে প্রাণ, যেতে পারি নে।
যে কথা বলিতে চাহি  তা বুঝি বলিতে নাহি—
কোথায় নামায়ে রাখি, সখী, এ প্রেমের ডালা!
যতনে গাঁথিয়ে শেষে পরাতে পারি নে মালা।
প্রথমা সখী।  সেজন কে, সখী, বোঝা গেছে 
আমাদের সখী যারে মন প্রাণ সঁপেছে।
দ্বিতীয়া ও তৃতীয়া।  ও সে  কে, কে, কে। 
প্রথমা।  ওই-যে তরুতলে, বিনোদমালা গলে,
না জানি কোন্ ছলে বসে রয়েছে।
দ্বিতীয়া।  সখী, কী হবে—
ও কি কাছে আসিবে কভু।  কথা কবে?
তৃতীয়া। ও কি প্রেম জানে।  ও কি বাঁধন মানে।
  কী মায়াগুণে মন লয়েছে।
দ্বিতীয়া।  বিভল আঁখি তুলে আঁখি-পানে চায়,
যেন কী পথ ভুলে এল কোথায়  ওগো।
তৃতীয়া।  যেন কী গানের স্বরে  শ্রবণ আছে ভ’রে,
যেন কোন্ চাঁদের আলোয় মগ্ন হয়েছে।
প্রমদা।  সখী,  প্রতিদিন হায় এসে ফিরে যায় কে।
তারে  আমার মাথার একটি কুসুম দে।
যদি শুধায় কে দিল কোন্ ফুলকাননে—
মোর  শপথ, আমার নামটি বলিস নে।
সখীগণ।  তারে  কেমনে ধরিবে, সখী, যদি ধরা দিলে!
প্রথমা।  তারে  কেমনে কাঁদাবে, যদি আপনি কাঁদিলে!