পাতা:গীতবিতান.djvu/১০৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৯৩২
পরিশিষ্ট ১

পুরুষগণ।  ও কি এল, ও কি এল না— 
বোঝা গেল না, গেল না।
ও কি মায়া কি স্বপনছায়া— ও কি ছলনা।
অমর। ধরা কি পড়ে ও রূপেরই ডোরে। 
গানেরই তানে কি বাঁধিবে ওরে।
ও-যে  চিরবিরহেরই সাধনা।
শান্তা। ওর বাঁশিতে করুণ কী সুর লাগে 
বিরহমিলনমিলিত রাগে।
সুখে কি দুখে ও পাওয়া না-পাওয়া,
হৃদয়বনে ও উদাসী হাওয়া—
বুঝি  শুধু ও পরম কামনা।
অমর।  এ কি স্বপ্ন!  এ কি মায়া! 
এ কি প্রমদা!  এ কি প্রমদার ছায়া।
সখীগণ।  কোন্ সে ঝড়ের ভুল  ঝরিয়ে দিল ফুল, 
প্রথম যেমনি তরুণ মাধুরী মেলেছিল এ মুকুল।
নব প্রভাতের তারা
সন্ধ্যাবেলায় হয়েছে পথহারা।
অমরাবতীর সুরযুবতীর এ ছিল কানের দুল।
এ যে মুকুটশোভার ধন—
হায় গো দরদী কেহ থাক যদি, শিরে দাও পরশন।
এ কি স্রোতে যাবে ভেসে  দুর দয়াহীন দেশে—
জানি নে, কে জানে দিন-অবসানে কোন্‌খানে পাবে কূল।
শান্তা।  ছি ছি, মরি লাজে। 
কে সাজালো মোরে মিছে সাজে।
বিধাতার নিষ্ঠুর বিদ্রুপে  নিয়ে এল চুপে চুপে
মোরে  তোমাদের দুজনের মাঝে।
আমি নাই, আমি নাই—
আদরিণী, লহো তব ঠাঁই  যেথা তব আসন বিরাজে।