পাতা:গীতবিতান.djvu/১০৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৯৩৮
পরিশিষ্ট ২

বজ্রসেন।  কোন্ অযাচিত আশার আলো 
দেখা দিল রে তিমিররাত্রি ভেদি  দুর্দিনদুর্যোগে।
কাহার মাধুরী বাজাইল করুণ বাঁশি।
অচেনা নির্মম ভুবনে দেখিনু এ কী সহসা—
কোন্ অজানার সুন্দর মুখে সান্ত্বনাহাসি।


কারাঘর


শ্যামার প্রবেশ


বজ্রসেন।  এ কী আনন্দ! 
হৃদয়ে দেহে ঘুচালে মম সকল বন্ধ।
দুঃখ আমার আজি হল যে ধন্য,
মৃত্যুগহনে লাগে অমৃতসুগন্ধ।
এলে কারাগারে  রজনীর পারে  উষাসম,
মুক্তিরূপা অয়ি  লক্ষ্মী দয়াময়ী।
শ্যামা।  বোলো না বোলো না আমি দয়াময়ী। 
মিথ্যা, মিথ্যা, মিথ্যা!
এ কারাপ্রাচীরে শিলা আছে যত
নহে তা কঠিন আমার মতো।
আমি দয়াময়ী!
মিথ্যা, মিথ্যা, মিথ্যা।
বজ্রসেন। জেনো প্রেম চিরঋণী আপনারই হরষে, 
জেনো, প্রিয়ে—
সব পাপ ক্ষমা করি ঋণশোধ করে সে।
কলঙ্ক যাহা আছে
দূর হয় তার কাছে—
কালিমার ’পরে তার অমৃত সে বরষে।