পাতা:গীতবিতান.djvu/১০৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পরিশোধ
৯৪১

ফিরতে হল গেলি ভুলে।
ডাক্ রে আবার মাঝিরে ডাক্,
বোঝা তোমার যাক ভেসে যাক—
জীবনখানি উজাড় করে
সঁপে দে তার চরণমূলে।
বজ্রসেন।  কী করিয়া সাধিলে অসাধ্য ব্রত  কহো বিবরিয়া। 
জানি যদি, প্রিয়ে,  শোধ দিব এ জীবন দিয়ে—
এই মোর পণ।
শ্যামা।  নহে নহে নহে। সে কথা এখন নহে। 


তোমা লাগি যা করেছি কঠিন সে কাজ,
আরো সুকঠিন আজ তোমারে সে কথা বলা—


বালক কিশোর, উত্তীয় তার নাম—
ব্যর্থ প্রেমে মোর মত্ত অধীর।
মোর অনুনয়ে তব চুরি-অপবাদ
নিজ’পরে লয়ে সঁপেছে আপন প্রাণ।
এ জীবনে মম, ওগো সর্বোত্তম,
সর্বাধিক মোর এই পাপ
তোমার লাগিয়া।
বজ্রসেন। কাঁদিতে হবে রে, রে পাপিষ্ঠা, 
জীবনে পাবি না শান্তি।
ভাঙিবে ভাঙিবে কলুষনীড় বজ্র-আঘাতে।
কোথা তুই লুকাবি মুখ মৃত্যু-আঁধারে।
শ্যামা।  ক্ষমা করো নাথ, ক্ষমা করো। 
এ পাপের যে অভিসম্পাত
হোক বিধাতার হাতে নিদারুণতর।
তুমি ক্ষমা করো।