পাতা:গীতবিতান.djvu/১০৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৯৪২
পরিশিষ্ট ২

বজ্রসেন। এ জন্মের লাগি 
তোর পাপমূল্যে কেনা মহাপাপভাগী
এ জীবন করিলি ধিক কৃত। কলঙ্কিনী,
ধিক্ নিশ্বাস মোর তোর কাছে ঋণী।
শ্যামা।  তোমার কাছে দোষ করি নাই, 
দোষ করি নাই,
দোষী আমি বিধাতার পায়ে;
তিনি করিবেন রোষ—
সহিব নীরবে।
তুমি যদি না কর দয়া,
সবে না, সবে না, সবে না।
বজ্রসেন।  তবু ছাড়িবি নে মোরে? 
শ্যামা। ছাড়িব না, ছাড়িব না। 
তোমা লাগি পাপ নাথ,
তুমি করো মর্মাঘাত।
ছাড়িব না।

শ্যামাকে বজ্রসেনের হত্যার চেষ্টা


নেপথ্যে। হায়, এ কী সমাপন! অমৃতপাত্র ভাঙিলি, 
করিলি মৃত্যুরে সমর্পণ।
এ দুর্লভ প্রেম মূল্য হারালো হারালো
কলঙ্কে অসম্মানে।


পথিকরমণী


সব-কিছু কেন নিল না, নিল না,
নিল না ভালোবাসা।