জ্ঞাতব্যপী :१उजिन ィ 3 е গানের সূচনা প্রথমসংস্করণ গীত- রচয়িতা সম্পর্কে ধে গ্রন্থে রবীন্দ্রগীত-রূপে প্রচার ধিতানের (খ) পরিশিষ্ট্রে ইতি বা নেতি -বাচক প্রমাণ
- মুখের হাসি চাপলে কি হয় ॥ ৩৮ নাই কেদারনাথ চৌধুরী [ ? ] * রাজা বসন্ত রায় * * প্রভাত-রবি, পত্র ১৮-১৯ ৮ সঙ্গীতপ্রকাশিকা ২। ১৩১২।১৯৭ দেশ, ২৮ বৈশাখ ১৩৭৫
• গীতবিতান (১৩৫৭-১৩৭৩) সাহিত্যসংখ্যা । পৃ ১৫২ ғдLst to ...o.o. o ήμημμυ • গীতবিতানের পূর্বসংস্করণগুলিতে এই গান ও এ সম্পর্কে বহু তথ্য গ্রন্থপরিচয় অংশে দ্রষ্টব্য। বিশেষ জ্ঞাতব্য এই যে, এ গানের ভাব ভাষার ইঙ্গিত লেখক রবীন্দ্ররচনা হইতেই সংগ্ৰহ কৰিয়াছেন : হাসিরে পায়ে ধোরে রাখিবি কেমন করে, হাসির যে প্রাণের সাধ ঐ অধরে খেলা করে ! দ্রষ্টব্য : ভারতী ৯। ১২৮৮৷৷ ৪৩০। কলম ২ /বউঠাকুরানীর হাট, প্রচলিত সংস্করণ, পুরিচ্ছেদ ৮ – রবীন্দ্রনাথ উত্তরকালে (১৩১৫-১৬ বঙ্গাকে ) প্রায়শ্চিত্তে ইহার সার্থক ও সম্পূর্ণ রূপ দেন : হাসিরে কি লুকাবি লাজে ইত্যাদি। কেদারনাথ চৌধুরী বউঠাকুরানীর হাট উপন্যাসের এই নাট্যরূপ দেন জানা যায় ; এই নাটকের উল্লেখও আছে বউঠাকুরানীর হাট উপন্যাসের দ্বিতীয় সংস্করণের ( ১৮৮৭ খৃঃ অঃ ) আখ্যাপত্রে। মুদ্রিত আকারে ‘রাজা বসন্ত রায়' পাওয়া যায় না। ৮ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর -সম্পাদিত । * ‘মুখের হাসি চাপলে কি হয়' রবীন্দ্রনাথের গান নহে এ পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ ইতঃপূর্বে পাওয়া যায় নাই। বর্তমানে রবীন্দ্রনাথ-লিখিত পত্র না পাওয়া গেলেও, তাহাকে লিখিত প্রভাতকুমার মুখোপাধ্যায়ের পত্রেই এ সম্পর্কে নিঃসংশয় হওয়া যায়।