পাতা:গীতবিতান.djvu/১১০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
গীতবিতান
৯৭৩
তৃতীয় খণ্ডের গ্রন্থপরিচয়

রবীন্দ্রনাথের গানের সম্পূর্ণ’ সংগ্রহ প্রচারের উদ্দেশ্যে গীতবিতান’ (প্রথম ও দ্বিতীয় খণ্ড) বাংলা ১৩৩৮ সালের আশ্বিনে প্রথম প্রকাশিত হয়; তৃতীয় খণ্ডের প্রকাশ ১৩৩৯ সালের আবণে। এই সংস্করণে গানগুলি প্রধানত বিভিন্ন গীতগ্রন্থে কালক্রমে সন্নিবেশিত হইয়াছিল। পরে, বিষয়ানুক্রমে সাজাইবার প্রয়োজন বোধ করিয়া কবি গানগুলিকে বিভিন্ন ভাগে ও বিভাগে বিভক্ত করিয়া দেন। এইভাবে সজ্জিত দ্বিতীয়সংস্করণ গতবিতানের মুদ্রণ ১৩৪৮ সালের ভাত্রেই সমাধা হয়, কিন্তু নানা কারণে ১৩৪৮ মাঘের পূর্বে বহুল প্রচারিত হয় নাই। বিজ্ঞপ্তিতে বলা হয়, “গীতবিতান দ্বিতীয় সংস্করণ দুই খণ্ডে মূজিত হইয়া যাওয়ার পর কবি আরও অনেকগুলি গান রচনা করিয়াছিলেন। এই সকল গান তৃতীয় খণ্ডে শীঘ্রই প্রকাশিত হইবে। অনবধানতাবশত প্রথম দুই খণ্ডে কতকগুলি গান বাদ পড়িয়াছে; তৃতীয় খণ্ডে ঐ সকল গান সংযোজিত হইবে।

বস্তুতঃ ১৩৫৭ আশ্বিনে ওই দীর্ঘ প্রত্যাশিত তৃতীয় খণ্ড প্রকাশ করা সম্ভব হইল। ইহাকে নিভুল বা নিখুত করিতে আরও দীর্ঘকালব্যাপী অনুসন্ধান ও সম্পাদনায় প্রয়োজন ছিল। আশা করা যায়, সে কাজ পর পর অনেকগুলি


পূর্বপৃষ্ঠার পাদটীকা―


উদ্ধৃতি ত্রুটি: <references> গ্রুপ -এ সংজ্ঞায়িত "১০" নামসহ <ref> ট্যাগে কোন বিষয়বস্তু নেই।


উদ্ধৃতি ত্রুটি: <references> গ্রুপ -এ সংজ্ঞায়িত "১১" নামসহ <ref> ট্যাগে কোন বিষয়বস্তু নেই।


উদ্ধৃতি ত্রুটি: <references> গ্রুপ -এ সংজ্ঞায়িত "১২" নামসহ <ref> ট্যাগে কোন বিষয়বস্তু নেই।