পাতা:গীতবিতান.djvu/১১০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

te) - (\نی\۹

  • 2 9-*8|

গ্রন্থপরিচয় প্রাক্কালে রবীন্দ্রনাথ পূর্বোক্ত রচনাটিতে নানা পরিবর্তন সাধন করেন। পরিবর্তিত নাটকের যে পাঠ ১৩৪৫ চৈত্রে স্বরলিপি-সহ প্রচারিত, তাহাই বর্তমান গ্রন্থে সংকলন করা হইয়াছে। এই রচনা আদ্যন্তই স্বরে তালে বসানো । o ১৩৪৪ ফাল্গুনে প্রকাশিত ‘চণ্ডালিকা’য়, আখ্যায়িকার সারসংকলন হিসাবে মূল নৃত্যনাট্যের পূর্বে একটি পরিচয়' মুদ্রিত আছে ; উহার স্বচনায় কবি বলিয়াছেন, ‘সমগ্র চণ্ডালিকা নাটিকার গদ্য এবং পদ্য অংশে স্বর দেওয়া হয়েছে।’ । বস্তুতঃ, চণ্ডালিকার বহু গা ন স পূর্ণই গ দ্য ছন্দে লে খা —ইহা সতর্ক পাঠকের মনোযোগ এড়াইবে না। . খাম । নৃত্যনাট্য । ‘কথা ও কাহিনী’ কাব্যের অন্তর্গত পরিশোধ' ( ২৩ আশ্বিন ১৩০৬ ) কবিতাটির বিষয়বস্তু লইয়া রচিত ‘পরিশোধ' নৃত্যনাট্য ( আশ্বিন ১৩৪৩ ) বর্তমান গ্রন্থে ‘পরিশিষ্ট ২’ রূপে মুদ্রিত। ‘খামা’ উহারই পরিবর্তিত পরিবর্ধিত ও সমৃদ্ধতর রূপ বলা যায় ; বাংলা ১৩৪৬ ভান্দ্রে স্বরলিপি-সহ প্রথম প্রচারিত। তৎপূর্বে ১৯৩৯ খ্রীস্টাব্দের ৭ ও ৮ ফেব্রুয়ারি তারিখে কলিকাতার ‘শ্রী’ বুঙ্গমঞ্চে অভিনীত হয় । ইহাও প্রথম হইতে শেষ পর্যন্ত স্বরে তালে বাধা, কোথাও ‘কাব্য-আবৃত্তি’ নাই। ১-২• সংখ্যা । ভাসুসিংহ ঠাকুরের পদাবলী ॥ বাংলা ১২৯১ সালে প্রথম প্রকাশ -কালে রাগ-রাগিণীর উল্লেখ -সহ একুশটি রচনা ছিল। আর-একটি ভানুসিংহের পদ ( কে তুঙ্ক বোলবি মোয় ) রবিচ্ছায়ায় যে কয়টি গান ( মোট ৫টি) সংকলিত তাহাতে তালেরও উল্লেখ আছে। যে-কোনো গান উল্লিখিত রাগ-তালে গাওয়া হয় কিনা তাছা স্বতন্ত্র বিচারের বিষয় । যেমন, "মরণ রে তুহু মম তামসমান গানে প্রথমতঃ পূরবী'র উল্লেখ ছিল, পরে ভৈরবী / কাওয়ালি’র উল্লেখ রবিচ্ছায়ায়— এই গানের স্বরলিপি দ্রষ্টব্য স্বরবিতানের একবিংশ খণ্ডে ।