পাতা:গীতবিতান.djvu/১১১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●ケ8 ՊՊԵ-Պթլ গীতবিতান - ৩ ১৯টি বর্তমান গুচ্ছে আর অবশিষ্ট ৯টি নানা সূত্রে গীতবিতানের নানা অধ্যায়ে, यध्वं]- | אולי ও কেন চুরি করে চায় 83 》 তারে দেখাতে পারি নে কেন ૭૭૭૭રાર> দেখে যা, দেখে যা, দেখে যা লো তোরা 8〉bア নাচ, খামা, তালে তালে ዓ ግ• বনে এমন ফুল ফুটেছে । 8 \e বুঝি বেলা ৰহে যায় 8פאצ মনে রয়ে গেল মনের কথা \う8br রিম্ ঝিম্ ঘন ঘন রে Wo 88 সখী, সে গেল কোথায় । 8>>|やtbr|>>b" ২৮ ও ৩• বিবাহ-উৎসব গীতিনাট্যে দ্বিতীয় দৃশ্বের অন্তর্গত ও ‘ভারতী'র ১৩• • বৈশাখ সংখ্যায় মুদ্রিত। এ দুটি গান যে ৬টি তাহার হইলেও (স্বর্ণকুমারীদেবীর বসন্ত-উৎসব গীতিনাট্যের প্রথম অঙ্কের প্রথম গর্ভাস্ক -ধ্ৰুত ) বাকি ৬টি দৃশ্যে সম্ভবতঃ তাহার রচনা নাই । বিবাহ-উৎসবের যে মুদ্রিত প্রতি আমরা পাইয়াছি তাহার প্রচ্ছদে বা ভিতরে কোথাও কোনো রচয়িতার নাম নাই। পুস্তিকাখানি ‘ভারতী ও বালক’ পত্রিকার ‘কার্য্যাধ্যক্ষ’ প্রকাশ করেন, মলাটের শেষ পৃষ্ঠায় অন্যান্য বহু পুস্তকের সঙ্গে সত্যেন্দ্রনাথ-প্রণীত মেঘদূত (১২৯৮), স্বর্ণকুমারীদেবীর নবকাহিনী ( ১২৯৯ ), রবীন্দ্রনাথের ‘মায়ার খেলা’ ( ১২৯৫ ) বইগুলির বিজ্ঞাপন ও দেখা যায় । বর্তমান প্রসঙ্গে দ্রষ্টব্য 'রবীন্দ্রনাট্যকল্পনার বিবর্তন’ : বিশ্বভারতী পত্রিকা : বৈশাখ-আষাঢ় ১৩৭৬পৃ ৩৪৫-৪৭ । “বিবাহ-উৎসব’ পুস্তিকার প্রচ্ছাদিত ও প্রচ্ছদহীন বিভিন্ন প্রতি শ্ৰীপুলিনবিহারী সেনের সংগ্রহে দেখা গিয়াছে।