গ্রন্থপরিচয় । ave রবীন্দ্রনাথেরই রচনা ইহা জানাইয়াছেন সরলাদেবী (ভারতী : ফাগুন ১৩-১/পৃ ৬৮১-৮২) তাহার ‘বাঙ্গলার হাসির গান ও তাহার কবি প্রবন্ধে। বর্তমান গীতিগুচ্ছের অন্তান্ত কয়েকটি গান সম্পর্কে বিশেষ জ্ঞাতব্য এই যে— ৭৭৮৷২৭ 'ছবি ও গান’ ( ফাল্গুন ১২৯ • ) কাব্যের অন্তর্গত। এখানে ‘স্বরলিপি-গীতিমালা’র সংক্ষিপ্ত পাঠ গৃহীত হইয়াছে। ৭৮১।৩৮ ‘স্বরলিপি-গীতিমালা’ পুস্তকে মুদ্রিত দীর্ঘতর পাঠ রবীন্দ্রনাথ ও জ্যোতিরিন্দ্রনাথের সম্মিলিত রচনা বলিয়া নির্দিষ্ট । গানের বহি? প্রভৃতি গ্রন্থে পূর্বোক্ত রচনার প্রথমার্ধ মাত্র গৃহীত, এজন্য ঐটুকুই রবীন্দ্ররচনা মনে হয়। অবশিষ্ট রচনাংশের ঐ ও শৈলী পৃথক— উহাই জ্যোতিরিন্দ্রনাথের রচনা হইতে পারে। ‘গানের বহি’তে ও ‘বিবাহ-উৎসব’ গীতিনাট্যে এক পাঠ দেখা যায়, উহাই গীতবিতানে সংকলিত । ৭৮১-৮২ । ৪১ ও ৪৪ -সংখ্যক দুটি গানই ‘গানের বহি’ (বৈশাখ ১৩• •) এবং ‘স্বরলিপি-গীতিমালা’ ( ১৩০৪ ) গ্রন্থে পাওয়া যায়। ৭৮২-৮৩ । ৪২ ও ৪৫ -সংখ্যক গান পূর্বোক্ত 'স্বরলিপি-গীতিমালা’য় সংকলিত। শেষোক্ত গানটি জ্যোতিরিন্দ্রনাথের হাতে লেখা স্বরলিপিতেও রবীন্দ্রনাথের রচনা বলিয়াই নির্দিষ্ট । ११४-८२ । २१, २२, ७२-७१, ७२, 8 •, s७ -नर्थक शान २२२२ ठेवनाथ প্রকাশিত ‘রবিচ্ছায়া'তেও সংকলিত আছে। ৭৮৩৷৪৬ প্রথমাবধি ‘রাজা ও রানী’ (শ্রাবণ ১২৯৬ ) নাটকে মুদ্রিত। ৭৮৩৷৪৭ আজ আসবে শু্যাম । ‘রাজা ও রানী’র প্রথম সংস্করণে ছিল। ৭৮৪৷৷ ৪৮-৫১ -সংখ্যক গান ‘বিসর্জন' (প্রথম প্রকাশ : জ্যৈষ্ঠ ১২৯৭ ) নাটকের বিভিন্ন সংস্করণ হইতে গৃহীত। ৭৮৪৷ ৪৮, ৫০-৫১ । কলিকাতায় ‘ভারত সঙ্গীত সমাজ'এর উদ্যোগে ১ পৌষ ১৩০৭ তারিখে বিসর্জন’এর বিশেষ অভিনয় হয়। অনুষ্ঠানপত্রে দেখা যায়— আটলকুমার সেন ( গোবিন্দমাণিক্য), অমরনাথ বম্ব ( নক্ষত্ররায় ), রবীন্দ্রনাথ ঠাকুর ( রঘুপতি), হেমচন্দ্র
পাতা:গীতবিতান.djvu/১১১৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।