পাতা:গীতবিতান.djvu/১১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

גטאן לסי Պք Հ|ՆՀ ૧ ૨૨-૦૭ গ্রন্থপরিচয় רישה ‘কল্পনা’র এই কবিতাটি স্বর তালের উল্লেখ -সহ সংশোধিত 'গান', ( ১৯৩৯ ) গ্রন্থে সংকলিত। দ্রষ্টব্য পৃ ৯৬৩, টাকা ৪ । । ‘বিনি পয়সার ভোজ’ ( ব্যঙ্গকৌতুক : ১৯০৭) কৌতুকনাট্যের অন্তর্গত, ‘সাধনা'য় ১৩• • সালের পৌষে মুদ্রিত। ৬৩-৮১ সংখ্যা । প্রধানত: চিরকুমার সভা’ হইতে সংকলিত এই ১৯টি গান ( ক্ষুদ্রার্থে গীতিকাও বলা চলে ) উক্ত নাটকে স্বভাবকবি অক্ষয়কুমার যত্রতত্র ললিতে কেদারায় ভৈরবীতে গাহিয়৷ উঠেন। বন্ধুদের আক্ষেপ : গানগুলি শেষ করা হয় না কেন। অক্ষয়ের জবাব তাহীদের কাছে— সখা, শেষ করা কি ভালো ? তেল ফুরোবার আগেই আমি নিবিয়ে দেব আলো । —প্রজাপতির নির্বন্ধ অথবা পুরবালার কাছে— তুমি জান আমার গাছে ফল কেন না ফলে, যেমনি ফুলটি ফুটে ওঠে অানি চরণতলে । 号 —চিরকুমারসভা কাজেই অক্ষয়ের গানের এই অজস্রতাতেই খুশি থাকিয়া, গানগুলি চার তুকে সম্পূর্ণ হইল না যে তাহার ক্ষুন্নতা, শুধু বন্ধুজনকে নয়, সাধারণকেও মানিয়া লইতে হয় । f d বলা প্রয়োজন, ‘চিরকুমারসভা’ সংলাপপ্রধান উপন্যাসের আকারে ‘ভারতী’ পত্রিকার ১৩০৭ বৈশাখ-কার্তিক পৌষ-চৈত্র এবং ১৩০৮ বৈশাখ-জ্যৈষ্ঠ সংখ্যায় প্রথম প্রকাশিত। পরে, হিতবাদী-কর্তৃক প্রচারিত ‘রবীন্দ্র-গ্রন্থাবলী'তে (১৩১১ ) ‘রঙ্গচিত্র’ বিভাগে স্থান পায়। অতঃপর, উহা ‘প্রজাপতির নির্বন্ধ' নামে ইণ্ডিয়ান প্রেস -কর্তৃক প্রকাশিত গদ্যগ্রন্থাবলীর অষ্টম ভাগ রূপে