পাতা:গীতবিতান.djvu/১১২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○○\ N' و - faقةfقة সংখ্যা ২৮০ : দেশ : ১১ কার্তিক ১৩৬৮ । ৮•৭।১১৬ ‘বাশরী’ (ভারতবর্ষ : কার্তিক-পৌষ ১৩৪ • ) নাটক হইতে । ר צ צן ר • ל bre"|〉〉br bre"-br> e | t>> ० -> २ ॥ ס\ צוטאטא"ל ‘মুক্তির উপায়' ( অলকা : অশ্বিন ১৩৪৫ ) নাটক হইতে । , ‘মুক্তির উপায় হইতে । বলা উচিত, এই নাটক রবীন্দ্রনাথের ওই নামেরই ছোটো গল্পের নাট্যরূপ । লোকসংগীতের অতুকরণে রচিত এই গানটি গল্পেও ছিল ( সাধনা : চৈত্র ১২৯৮ ) । ১১৯-১২৬ সংখ্যা । গল্পগুচ্ছের একটা অাষাঢ়ে গল্প' ( সাধনা : আষাঢ় ১২৯৯ ) নাটীকৃত হইয়া ‘তাসের দেশ’ রূপ লয় (ভাদ্র ১৩৪ • ) । এই গানগুলি উক্ত নাটকেরই পরিবর্ধিত দ্বিতীয় সংস্করণ ( মাঘ ১৩৪৫ ) হইতে সংকলিত । । ১২৭-১৩২ সংখ্যা । প্রচলিত ‘ডাকঘর’ নাটকে গান নাই। কবি ১৩৪৬ সালে কতকগুলি গান যোগ করিয়া ইহাকে নূতন রূপ দিতে প্রবৃত্ত হন। বর্তমান ছয়টি গান, তাহা ছাড়া— ‘সমুখে শাস্তিপারাবার’ ডাকঘরের জন্য লেখা এরূপ জানা যায়। বহুদিন মহলা চলিয়াছিল ; গানগুলি অধিকাংশই ঠাকুর্দার ভূমিকায় কবি নিজে গাহিতেন। কবির ভগ্ন স্বাস্থ্যের উপর অধিক পীড়নের আশঙ্কায়, শেষ-পর্যন্ত র্তাহাকে এই ডাকঘর’-অভিনয়ের উদ্যম হইতে নিবৃত্ত করা হয় । প্রসঙ্গক্রমে উল্লেখ করা যাইতে পারে— ১৯১৭ অক্টোবরে জোড়ার্সকোর ‘বিচিত্রা' সদনে ডাকঘরের যে অভিনয় হয় তাহার প্রযোজনাতেও কয়েকটি গান ছিল। ‘আমি চঞ্চল হে’ গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ’ এবং বেলা গেল তোমার পথ চেয়ে এই তিনটি গানের উল্লেখ দেখা যায় শ্ৰীমতী সীতাদেবী -প্রণীত ‘পুণ্য д স্মৃতি’ গ্রন্থে (শ্রাবণ ১৩৪৯/পৃ ২৫৮-৬০)। (শেষ झुि গান রবীন্দ্র নাথ গাহিয়াছিলেন এবং তিনি ঠাকুরদার ভূমিকাতে নামিয়াছিলেন এরূপ জানা যায়।) ১৯১৭ ডিসেম্বরের শেষে ও ১৯১৮ জানুয়ারির প্রথমে ডাকঘরের পুনরভিনয় হইয়াছিল মনে হয়। কারণ, ১৯১৭ খ্ৰীস্টাব্দের ২৬, ২৮, ২৯ ডিসেঙ্গর তারিখে কলিকাতায় ভারতের