3 సె\ు গীতবিতান -৩ ৮২৭১ শক ১৭৯৬ ফাঙ্কনের (১২৮১) 'তত্ত্ববোধিনী পত্রিকা’ হইতে ; তখন কবির বয়ঃক্রম চতুর্দশ বৎসর মাত্র। ইহা গুরু নানকের যে গানের প্রথমাংশের ভাষান্তর, তাহ পরে দেওয়া গেল ( ‘ব্রহ্মসঙ্গীত’ গ্রন্থে আরও বারো ছত্র দেখা যায় )— सग्नऊग्नसो ! tउ७ब्र গগনময়, থাল, রবি চন্দ্র দীপক বনে, তারকা-মওলা জনক মোতি । ধূপ মলয়ানিলো, পৱন চবরো করে, সকল বনরাই ফুলস্ত জ্যোতি । ক্যায়ী আরতি হোৱে ভৱখণ্ডন তেরী আরতি, অনাহুত শব্দ বাজন্ত ভেরী ॥৮ -बकनत्रौड বাংলা গানের রচয়িত সম্পর্কে পূর্বে নানা সংশয় থাকিলেও, কবির জীবদ্দশায় ‘রবীন্দ্র-রচনাপঞ্জী’তে লেখা হয়— আদি ব্রাহ্মসমাজ হইতে প্রকাশিত ‘ব্রহ্মসঙ্গীত-স্বরলিপি’ (দ্বিতীয় ভাগ ) পুস্তকে ইহা জ্যোতিরিন্দ্রনাথের নামে বাহির হইয়াছে। রবীন্দ্রনাথ মনে করেন, এটি তাহার রচনা । —শনিবারের চিঠি ১•১৩৪৬পৃ ৫৯• ৮২৭৷২ ‘প্রবাণী’ (চৈত্র ১৩২০ ) হইতে । অমৃতসর-গুরুদরবারে-প্রচলিত ভজনের অনুস্থতি। মূল গান” নিম্নে দেওয়া গেল— সিন্ধুড়। তেতালা এ হরি স্বন্দর, এ হরি মুন্দর । তেরো চরণপর সির নারে। সেৱক জনকে সেৱ সেৱ পর, প্রেমী জনাকে প্রেম প্রেম পর, ৮ ‘শতগান’ গ্রন্থে ঈষৎ ভিন্ন পাঠ ও স্বরলিপি আছে। রবীন্দ্রনাথের রূপান্তর গ্রন্থেও ( ১৩৭২/পৃ ১৯৪ ) সংকলন অন্যরূপ । • প্রবাসীতে ঈষৎ ভিন্ন পাঠ আছে।
পাতা:গীতবিতান.djvu/১১২৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।