পাতা:গীতবিতান.djvu/১১২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Շ թԵ` 牌 গীতবিতান -৩ ৮৪১-৪০ । ৩৯-৫৩ সংখ্যা । ৪৭-সংখ্যক গানটি গীতবিতানের প্রথম সংস্করণ হইতে। তদব্যতীত সবই ‘গানের বহি’ গ্রন্থে মুদ্রিত। ‘তত্ত্ববোধিনী পত্রিকা’য় প্রকাশ– 8 S ফাল্গুন ১৮e ৭ শক 8及一8\9 চৈত্র ১৮০৭ ss-se ۹نfمراه بود }ه t S ফাল্গুন ১৮০৮) - و 8 仓及 ফাল্গুন ১৮৩৯ , (R \C) ফাল্গুন ১৮১৪ ৮৪৫-৪৬ । ৫৪-৫৬ “কাব্যগ্রন্থাবলী'তে ( ১৩৪৩ ) মুদ্রিত। শেষোক্ত গান ( মহাবিশ্বে মহাকাশে ইত্যাদি ) সম্পর্কে বক্তব্য এই যে, ইহা প্রচলিত গীতবিতান গ্রন্থের ১৪ • পৃষ্ঠায় মুদ্রিত পাঠান্তরের সহিত অবিরোধে ১৩১০ সালের কাব্যগ্রন্থে বা ১৯০৮ ও ১৯০৯ খ্রীস্টাব্দের 'গান' গ্রন্থে মুদ্রিত ছিল ; পরবর্তী গীতসংকলনগুলি হইতে ভ্ৰষ্ট । ইহার জ্যোতিরিন্দ্রনাথ-কৃত স্বরলিপি বিশ্বভারতী পত্রিকায় মুদ্রিত ও প্রচলিত চতুৰ্থখও স্বরবিতানে সংকলিত হইয়াছে। ৮৪৬৫৭ স্বরলিপিযুক্ত রবীন্দ্র-পাণ্ডুলিপিতে ও ‘বীণাবাদিনী’র ১৩০৫ ভাত্র সংখ্যায় পাওয়া যায়। ৮৪৬-৫২ । ৫৮-৬৯ -সংখ্যক রচনা “কাব্যগ্রন্থ’ ( ১৩১০ ) হইতে গৃহীত । ৬৩-৬৫ ও ৬৭-৬৯ -সংখ্যক গান আখর-বিহীন ভাবে গীতবিতান গ্রন্থের প্রথম খণ্ডেই মুদ্রিত আছে। ৮৫০৷৬৭ ‘নয়ন তোমারে পায় না দেখিতে গানের আখর-বিহীন পাঠ অন্যত্র 顧 সংকলিত। এই গানের প্রসঙ্গে কবি বলেন— পূর্বেই বলিয়াছি একদিন আমার রচিত দুইটি পারমার্থিক কবিতা শ্ৰীকণ্ঠবাবুর নিকট শুনিয়া পিতৃদেব হাসিয়াছিলেন। তাহার পরে বড়ো বয়সে আর-একদিন আমি তাহার শোধ লইতে পারিয়াছিলাম। সেই কথাটা এখানে উল্লেখ করিতে ইচ্ছা করি। একবার মাঘোৎসবে [ মাঘ ১২৯৩ ] সকালে ও বিকালে