পাতা:গীতবিতান.djvu/১১২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রন্থপরিচয় эээ আমি অনেকগুলি গান তৈরি করিয়াছিলাম। তাহার মধ্যে একটা গান— ‘নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে।’ পিতা তখন চুচুড়ায় ছিলেন। সেখানে আমার এবং জ্যোতিদাদার ডাক পড়িল। হারমোনিয়ামে জ্যোতিঙ্গাদাকে বসাইয়া আমাকে তিনি নূতন গান সব-ক’টি একে একে গাহিতে বলিলেন। কোনো কোনো গান দুবারও গাহিতে হইল । গান গাওয়া যখন শেষ হইল তখন তিনি বলিলেন, “দেশের রাজা যদি দেশের ভাষা জানিত ও সাহিত্যের জাদৱ বুঝিত, তবে কবিকে তো তাহারা পুরস্কার দিত। রাজার দিক হইতে যখন তাহার কোনো সস্তাবনা নাই তখন আমাকেই সে কাজ করিতে হইবে।” এই বলিয়া তিনি একখানি পাচ-শ টাকার চেক আমার হাতে দিলেন ।

  • -औषनन्छुडि । श्मिांजब्रषांखां ৮৫৩৭• ইহা কবির কোনো গ্রন্থে মুদ্রিত হয় নাই । ‘সমালোচনী’ পত্রিকায়

প্রকাশ : মাঘ-ফাঙ্কন ১৩০৮ । 闽 ৮৫৩.৭১ বস্থধা’ মাসিক পত্রিকায় প্রকাশ : কার্তিক ১৩১২ । রবীন্দ্রসদনেরপাণ্ডুলিপি-বিচারে মনে হয় ১৩১২ আশ্বিনেই রচিত। ৮৫৩।৭২ ‘গীতাঞ্চলি’ হইতে । রচনা : ২৬ আষাঢ় ১৩১৭ । ৮৫৪৷৭৩-৭৪ শাস্তিনিকেতন-আশ্রমের অন্যতম উৎসব-অম্বষ্ঠানে গাওয়া হয় : ২৫ বৈশাখ ১৩৩২ । এ ছুটি যে গান তাহা ঐ অনাদিকুমার দস্তিদারের সাক্ষ্যে ও সৌজন্তে জানা গিয়াছে। গীতালি'-অনুযায়ী । রচনাকাল যথাক্রমে ১৬ এবং ২৫ আশ্বিন ১৩২১ । ৮৫৫।৭e বাউল স্বরের নির্দেশ -সহ ‘প্রবাসী’ পত্রিকায় ইহার প্রকাশ : মাঘ ১৩২৪ । গীতপঞ্চাশিকা’য় ( আশ্বিন ১৩২৫ ) রচনাটি থাকিলেও স্বরলিপি নাই । ৮৫৫।৭৬ রবীন্দ্রনামাঙ্কিত গ্রন্থে এ রচনাটির প্রথম সাক্ষাৎ পাই ‘নবগীতিকা’র

  • . ( ১৩২৯ ) দ্বিতীয় খণ্ডে । ৮৫৬৭৭-৭৮ “শাস্তিনিকেতন’ পত্রিকায় প্রকাশ : ফাঙ্কন ১৩২৯ F

o og