পাতা:গীতবিতান.djvu/১১৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ר שור • ס

  • օ ՊլեԵ.

Sebribro

  • օԵվ օ
  • օԵ-|թծ

গ্রন্থপরিচয় دده د কাব্যে এবং গীতবিতান গ্রন্থের পূর্বতন ভাগে ৪৭১ এবং ২৮৯ পৃষ্ঠায় মুঞ্জিত আছে। ‘বীথিকা’য় মুত্রিত এই গানের রচনা : ২৮ শ্রাবণ ১৩৪২। শ্রাবণের প্রথম সপ্তাহে কবির পরম স্নেহভাজন দিনেন্দ্রনাথ ঠাকুরের সহসা মৃত্যু হয়। স্বভাবতই মনে হয় যে, সেই সকল নাটের কাণ্ডারী আমার সকল গানের ভাণ্ডার পরমাত্ৰীয়ের অশ্রুগুঢ় স্থতি ১৩৪২ বর্ষামঙ্গলের এই রচনায় মিলিয়া মিশিয়া আছে । ১৩৪২ শ্রাবণে বর্ষামঙ্গলের অনুষ্ঠানপত্রে প্রথম প্রচারিত। পূর্ববর্তী ৮৭-সংখ্যক রচনার সহিত তুলনীয়। বর্তমান পাঠে, মুদ্রিত স্বরলিপি অকুস্থত হইয়াছে। রবীন্দ্ৰ-পাণ্ডুলিপি হইতে গৃহীত। পত্রপুট কাব্যের পঞ্চম কবিতায় ( ২৫ অক্টোবর ১৯৩৫ ) ইহার সূচনার কয়েক ছত্র সংকলিত। রবীন্দ্র-পাণ্ডুলিপি হইতে সংকলিত এই গান ১৩৪৩ সালের দোলপূর্ণিমায় রচিত। মায়াবিনী বেশে বিদেশিনী কে সে ইত্যাদি যে রবীন্দ্র-লেখাঙ্কনের প্রতিচ্ছবি “শনিবারের চিঠি’তে ( ১৩৪৮ চৈত্র | পৃ ৬৩৫ ), তাহাই অন্তে নকল করেন রবীন্দ্রসদনের ১৯১-সংখ্যক পাণ্ডুলিপির ৩১ পৃষ্ঠায় । (এখানি মুখ্যত: সমসাময়িক নকলের খাতা । ) রবীন্দ্রনাথ স্বহস্তে স্বচনায় ও শেষের দিকে দুটি পদ বদল করিলে পাই পরিচিত গীতিকবিতা : উদাসিনী-বেশে ইত্যাদি। বর্তমান সংকলন আরও-পরে-বচিত গীতরূপ তাহাতে সন্দেহ নাই ; কবি স্বহস্তে । এটি লেখেন পূর্বোক্ত খাতায় সামনের রচনারিক্ত ৩০’ পৃষ্ঠায়। পূর্ব রচনার অথবা কবিতার (তখনও স্বর হয়তো দেন নাই ) নিখুত ছন্দোবন্ধন স্বেচ্ছায় শিথিল করিয়া এই নূতন গীতরূপের উৎপত্তি বা পরিপূর্তি। কাব্যছন্দের বাধাবাধি ভাঙিয়া এরূপ পরীক্ষা বা পরিবর্তন কৰি পূর্বেও করিয়াছেন। কদাচিৎ আগের ও পরের উভয় রচনাতেই স্থর দিয়াছেন । এ ক্ষেত্রে রবীন্দ্র-রাগরূপ হারাইয়া গিয়া থাকিলে, মুক্ত ছন্দের কবিতারূপেই ইহার সমাদর