১•১২ । গীতবিতান -৩ হইবে। মূল রচনা শাস্তিনিকেতনে ৮ ভাত্র ১৩৪৫ তারিখে (২৫৮। ১৯৩৮)– মনে হয় এটির রচনা অল্পকাল পরে। పెaసె | ৯২-৯৩ সংখ্যা । এই গান দুটি দ্বিতীয়সংস্করণ 'গীতবিতান’এর পরিশিষ্ট হইতে সংকলিত। আনুমানিক রচনাকাল : ভাত্র ১৩৪৬ । দ্রষ্টব্য পাদটীকা ১২, পৃ ৯৭৩ । ৯৭৯ ও ৯১•। ৯৪ ও ৯৬ সংখ্যা । বাংলা ১৩৪৬ সালের ২৯ ও ২৮ চৈত্রে রচিত। রবীন্দ্র-সদনের পাণ্ডুলিপি হইতে সংকলিত। ৯১ •া৯৫ ১৩৪৬ চৈত্রের এই রচনা ‘সানাই’ কাব্যের ‘ভালোবাসা এসেছিল’ ( ১৫ চৈত্র ১৩৪৬ ) কবিতার সহিত তুলনীয়। ৯১১৯৭ ইহা ১৬ ভাদ্র ১৩৪৭ তারিখে রচিত ও পরবর্তী ১৮ভাত্র তারিখে শাস্তিনিকেতন আশ্রমের বর্ষামঙ্গল উৎসবে গীত হয় । ৯১১৯৮ পাণ্ডুলিপি হইতে সংকলিত। রচনা : ২০ ভাত্র ১৩৪৭ ৷ ৮১ e-৮১২৷৷ ১২৭-১৩২ সংখ্যা ৮৬৪-৬৭ ৯-১১ ও ১৩-১৫ সংখ্যা ৯০৯-৯১১ ৯৪-৯৮ সংখ্যা –সস্তাবিত তৃতীয়সংস্করণ 'গীতবিতান’এ সংকলনের উদ্দেশে এই সতেরোটি গানের টাইপ-কপি, "অপ্রকাশিত নূতন গান’ এই পরিচয়ে, রবীন্দ্রনাথ বর্তমানেই প্রস্তুত করা হইয়াছিল। పెS )|పెనె "రి নভেম্বর ১৯৪০ তারিখের সকালে কলিকাতার বেতার-কেন্দ্র হইতে রবীন্দ্রসংগীতের একটি বিশেষ অনুষ্ঠান প্রচারিত হয়। উহ! শুনিয়া কলিকাতায় জোড়াসাকোর বাড়িতে কবি এই গানটি রচনা করিয়া শ্ৰীমতী অমিতা ঠাকুরকে শিখাইয়া দেন। র্তাহারই সৌজন্তে মুদ্রিত পাঠ নির্ধারিত হইয়াছে। ঐশৈলজারঞ্জন মজুমদার আমাদিগকে এই গানের সন্ধান দেন । এই বৎসর ২৭ সেপ্টেম্বর তারিখে কালিম্পঙে কবি নিদারুণ ভাবে পীড়িত হইয়াছিলেন ; কলিকাতায় আসিয়া রোগমুক্তির পর ৩০ অক্টোবর তারিখে একটি কবিতা রচনা করেন : একা ব'সে আছি হেথায় ইত্যাদি । দ্রষ্টব্য রোগশয্যায়। ‘যারা বিহান বেলায় গান এনেছিল আমার মনে উক্ত রচনারই গীতরূপ বলা যায় ।
পাতা:গীতবিতান.djvu/১১৪০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।