গ্রন্থপরিচয় ء ده د ک ১৩৪৩ আশ্বিনে ইহার রচনা । ১৩৪৩ সালের ২৪ ও ২৫ কার্তিক তারিখে কলিকাতার আশুতোষ হল’এ ইহার অভিনয় । এই রচনা পরে নানা ভাবে পরিবর্তিত হইয়া ‘খাম’ (পৃ ৭৩৩-৫ • ) নৃত্যনাট্যে পরিণত হয় । ৯৪৭-৫১ পরিশিষ্ট ৩ ॥ প্রথমসংস্করণ গীতবিতান’এ বাদ-দেওয়া গানের তালিকা’য় ( পরিশিষ্ট খ ) কতকগুলি গান কবির ‘স্বরচিত নহে? বলিয়া নির্দিষ্ট । তাহারই একাংশের বিবরণ বর্তমান গ্রন্থের জ্ঞাতব্যপত্নীতে (পৃ ৯৬৫-৬৯ ) দ্রষ্টব্য ; অন্ত অংশ এ স্থলে তৃতীয় পরিশিষ্টরূপে সংকলিত— এগুলি যে রবীন্দ্রনাথের রচিত নয়, এ সম্পর্কে প্রথমসংস্করণ 'গীতবিতান’এর উক্ত বিজ্ঞপ্তির অতিরিক্ত অন্ত মুদ্রিত ও নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায় নাই। অপর পক্ষে তৃতীয় ও সপ্তম ব্যতীত সব গান ১২৯২ সালের ‘রবিচ্ছায়া’য়, তৃতীয় ও অষ্টম ব্যতীত সব গান ১৩• • সালের ‘গানের বহিতে, এবং প্রথম হইতে নবম অবধি সব গানই ১৯০৯ খ্ৰীস্টাবের “গান” গ্রন্থে পাওয়া যায়। ১৩০৩ সালের 'কাব্যগ্রন্থাবলী’ গ্রন্থে এক পাচ সাত আট ও নয় -সংখ্যক গান, এবং ১৩১৯ সালে প্রকাশিত ‘কাব্যগ্রন্থ অষ্টম ভাগে তিন পাচ ও সাত সংখ্যক গান পাওয়া যায়। নিত্য সত্যে চিন্তন করো রে’ (৩) ‘ব্রহ্মসঙ্গীত-স্বরলিপি’র চতুর্থ ভাগে এবং ‘সঙ্গীতপ্রকাশিকা’য় (চৈত্র ১৩১৩) স্বরলিপি-সহ রবীন্দ্রনাথের নামেই প্রচারিত। ‘মা আমি তোর কী করেছি’ (৪) গানটি ‘ভারতী’তে বৌঠাকুরানীর হাট’ গল্পের অঙ্গীভূত হইয়া ১২৮৯ আষাঢ়ে প্রথম প্রকাশিত ; গ্রন্থের প্রথম-দ্বিতীয় ংস্করণেও মুদ্রিত। ‘না সজনী, না, আমি জানি’ (৯) ‘স্বরলিপি-গীতিমালা’য় রবীন্দ্রনাথের রচনা বলিয়াই নিদিষ্ট হইয়াছে । ৯৫২-৫e পরিশিষ্ট ৪ । সংকলিত রচনাগুলি ইতঃপূর্বে রবীন্দ্র-নামাঙ্কিত , , কোনো গ্রন্থে বা রচনায় পাওয়া যায় নাই । | নৰখা এই রচনা স্বরলিপি-সহ বালক’এর ১২৯২ আষাঢ় সংখ্যায় ও পরে | ‘স্বরলিপি-গীতিমালা'য় মুদ্রিত , তৎপূর্বে দীর্ঘতর আকারে ১২৮৬ هها و
পাতা:গীতবিতান.djvu/১১৪৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।