পাতা:গীতবিতান.djvu/১১৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

పెఁ 8|t 9ין 4 6ס গ্রন্থপরিচয় s کي S e Y \ বল গোলাপ, মোরে বল 8९२ বলি গো সজনী, যেয়ে না, যেয়ো না ר ל-ט বুঝেছি বুঝেছি, সখা, ভেঙেছে প্রণয় ፃ ፄ8 হাসি কেন নাই ও নয়নে b. *b* হৃদয় মোর কোমল অতি ኪሙፃፉp তৃতীয় অঙ্কের চতুর্থ গর্ভাঙ্কে দেলো সখি দে পরাইয়ে চুলে’ গানটি রবীন্দ্রনাথের যদি বা হয়, ‘মায়ার খেলা’র ‘দেলো সখি, দে, পরাইয়ে গলে ২ সাধের বকুলফুলহার । আধফুট জুইগুলি যতনে আনিয়া তুলি’ ইত্যাদি স্বপরিচিত গান তবু নয়। উভয় গানের সাদৃশু উদ্ধত দুই ছত্রেই সীমাবদ্ধ। ইন্দিরাদেবীর অভিমত এই যে, স্বপ্নময়ী’র গানটি জ্যোতিরিন্দ্রনাথের রচনা,অথবা অক্ষয়চন্দ্র চৌধুরীর হইলেও হইতে পারে। ‘ব্রহ্মসঙ্গীত ও সঙ্কীৰ্ত্তন’ (৯৬৪ পৃষ্ঠায় আকর গ্রন্থ" -তালিকার তৃতীয় ) গ্রন্থে এবং ‘ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ'এর ‘ব্রহ্মসঙ্গীত’ গ্রন্থে রবীন্দ্রনাথের নামে মূদ্রিত। ‘সাধারণ-ব্রাহ্ম-সমাজ'এর ‘ব্রহ্মসঙ্গীত' গ্রন্থ হইতে ( মাঘ ১৩৩৮ ) সংকলিত । অন্যান্য নানা গ্রন্থেও রবীন্দ্রনাথের নামেই প্রচারিত। ‘তত্ত্ববোধিনী পত্রিকা’য় ইহার প্রথম প্রকাশ ( রচয়িতার নাম মুদ্রিত হয় নাই ) ১৮-৮ শক বা বাংলা ১২৯৩ চৈত্রে।

    • 'মায়ার খেলা’ প্রথম সংস্করণের পাঠ । ‘স্বরলিপি-গীতিমালা’য়

এবং জ্যোতিরিন্দ্রনাথের হাতের স্বরলিপি-লিখনে এই পাঠই আছে । সম্পূর্ণ গানটির সম্পর্কে ‘স্বরলিপি-গীতিমালা’র সংকেতে জানি রচয়িতা রবীন্দ্রনাথ, আর জ্যোতিরিন্দ্রনাথের হাতের লেখায় স্পষ্টই পাই— ‘শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর’ ।