পাতা:গীতবিতান.djvu/১১৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রন্থপরিচয় ' ۷• دDe(

  • नै उदिठान। भूढ़े।

ঢাকো রে মুখ, চন্দ্রমা, জলদে । ל כ "ש" দিনাস্তু-বেলায় শেষের ফসল নিলেম (দিলেম ?) • \}\ot ধূসর জীবনের গোধূলিতে । A రిఆt আজি কোন স্বরে বাধিব । పెe Q শেষ তিনটি গান, বিশেষত: শেষ গানটি ( ২৯ চৈত্র ১৩৪৬ ), গদ্যে রচিত বলিয়াই মনে হয়। ছন্দোবদ্ধ কবিতা হউক, তবু রবীন্দ্রনাথের জীবনের সর্বশেষ গান “হে নূতন’ (পৃ ৮৬৮) কথা ও কাব্যছন্দ -গত আঙ্গিকের দিক দিয়া অল্প বিস্ময়জনক নয় । রবীন্দ্রনাথ গীতিনাট্যে নৃত্যনাট্যে যেমন স্বরের তেমনি ভাষা ও ছন্দের কত নূতন পরীক্ষা করিয়া কোথায় উত্তীর্ণ হইয়াছেন, সে বিষয়ে যথাকালে অমুসন্ধান ও আলোচনা হইবে আশা করা যায়। কেবল বলা বাহুল্য না হইতে পারে, যাহা free verse বা মুক্তছন্দ, যে ক্ষেত্রে নানা ছন্দের বা ছন্দশৈথিল্যেরও স্বই মিশ্রণ হইয়া থাকে, তাহারও সার্থক উদাহরণ নৃত্যনাট্য চিত্রাঙ্গদা বা ‘খামা' খুজিলে পাওয়া যাইবে। পূর্বোক্ত অনেকগুলি অমিত্রাক্ষর রচনাও যে মুক্তছন্দেরই নিদর্শন নয় তাহা নিশ্চিত বলা যায় না। বিশেষতঃ শেষোক্ত রচনার পরবর্তী প্রেম এসেছিল নিশাচরণে’ ও ‘নির্জন রাতে নি:শব্দচরণপাতে (পৃ ৯১• ) রচনা দুটি অথবা ‘পূজা ও প্রার্থনা' অধ্যায়ে (পৃ ৮৫৬-৫৮) ৭৭, ৭৮, ৮১ ও ৮৩ -অঙ্কিত ‘ভাঙা গান কয়টি। (এপর্যন্ত কবিতার ছন্দ লইয়াই আলোচনা করা গেল। গানের ছন্দ সম্পর্কে বর্তমান গ্রন্থ-সম্পাদকের বিশেষ জ্ঞান নাই। ) এরূপ হওয়ার কার্যকারণ ঠিক-ঠিক বুঝিতে হইলে— স্বর, তাল, লয়, কথা, বিশেষ উপলক্ষ্য, এ-সবের অন্তোন্তনির্ভর বৈশিষ্টোর সর্বাঙ্গীণ আলোচনা করিতে হইবে, বলাই বাহুল্য। রবীন্দ্রনাথের গানের বৈশিষ্ট্য বৈচিত্র্য ও সংখ্যা বিস্ময়কর। আলোচনার ও অনুসন্ধানের ক্ষেত্র স্বদূরপ্রসারিত। পরপৃষ্ঠা দ্রষ্টব্য ]