পাতা:গীতবিতান.djvu/১২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১২
পূজা

১৬

কূল থেকে মোর গানের তরী  দিলেম খুলে,
সাগর-মাঝে ভাসিয়ে দিলেম  পালটি তুলে।
যেখানে ঐ কোকিল ডাকে ছায়াতলে
সেখানে নয়,
যেখানে ঐ গ্রামের বধূ  আসে জলে
সেখানে নয়,
যেখানে নীল মরণলীলা  উঠছে দুলে
সেখানে মোর গানের তরী  দিলেম খুলে।
এবার, বীণা, তোমায় আমায়  আমরা একা—
অন্ধকারে নাইবা কারে  গেল দেখা
কুঞ্জবনের শাখা হতে  যে ফুল তোলে
সে ফুল এ নয়,
বাতায়নের লতা হতে  যে ফুল দোলে
সে ফুল এ নয়—
দিশাহারা আকাশ-ভরা  সুরের ফুলে
সেই দিকে মোর গানের তরী  দিলেম খুলে।


১৭

তোমার কাছে এ বর মাগি,  মরণ হতে যেন জাগি
গানের সুরে।
যেমনি নয়ন মেলি যেন  মাতার স্তন্যসুধা-হেন
নবীন জীবন দেয় গো  পূরে গানের সুরে।
সেথায় তরু তৃণ যত
মাটির বাঁশি হতে ওঠে গানের মতো।
আলোক সেথা দেয় গো আনি
আকাশের আনন্দবাণী,
হৃদয়মাঝে বেড়ায় ঘুরে  গানের সুরে।