পাতা:গীতবিতান.djvu/১৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পুজা
২৫

ও মোর  ভালোবাসার ধন।
আমি  তোমায় যখন খুঁজে ফিরি ভয়ে কাঁপে মন—
প্রেমে আমার ঢেউ লাগে তখন।
তোমার  শেষ নাহি, তাই শূন্য সেজে  শেষ করে দাও আপনাকে যে—
ওই হাসিরে দেয় ধুয়ে মোর বিরহের রোদন
ও মোর  ভালোবাসার ধন।

৪৬

ধীরে বন্ধু, ধীরে ধীরে
চলো তোমার বিজনমন্দিরে।
জানি নে পথ, নাই যে আলো,  ভিতর বাহির কালোয় কালো,
তোমার চরণশব্দ বরণ করেছি
আজ এই  অরণ্যগভীরে।
ধীরে বন্ধু, ধীরে ধীরে
চলো অন্ধকারের তীরে তীরে।
চলব আমি নিশীথরাতে  তোমার হাওয়ার ইশারাতে,
তোমার  বসনগন্ধ বরণ করেছি।
আজ এই  বসন্তসমীরে।

৪৭

এবার আমায় ডাকলে দূরে
সাগর-পারের গোপন পুরে।
বোঝা আমার নামিয়েছি যে,  সঙ্গে আমায় নাও গো নিজে,
স্তব্ধ রাতের স্নিগ্ধ সুধা পান করাবে তৃষ্ণাতুরে।
আমার সন্ধ্যাফুলের মধু
এবার যে ভোগ করবে বঁধু।
তারার আলোর প্রদীপখানি  প্রাণে আমার জ্বালবে আনি,
আমার যত কথা ছিল ভেসে যাবে তোমার সুরে।