পাতা:গীতবিতান.djvu/১৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পূজা
৩১

আমার কঠিন হৃদয়টারে  ফেলে  দিলেম পথের ধারে,
তোমার চরণ দেবে তারে মধুর  পরশ পাষাণ-গালা।
ছিল আমার আঁধারখানি, তারে তুমিই নিলে টানি,
তোমার প্রেম এল যে আগুন হয়ে— করল তারে আলা।
সেই-যে আমার কাছে আমি  ছিল  সবার চেয়ে দামি,
তারে উজাড় করে সাজিয়ে দিলেম  তোমার বরণডালা।

৬১

তুমি  খুশি থাক আমার পানে চেয়ে চেয়ে
তোমার  আঙিনাতে বেড়াই যখন গেয়ে গেয়ে।
তোমার পরশ আমার মাঝে  সুরে সুরে বুকে বাজে,
সেই আনন্দ নাচায় ছন্দ  বিশ্বভুবন ছেয়ে ছেয়ে।
ফিরে ফিরে চিত্তবীণায় দাও যে নাড়া,
গুঞ্জরিয়া গুঞ্জরিয়া দেয় সে সাড়া।
তোমার আঁধার তোমার আলো দুই আমারে লাগল ভালো—
আমার হাসি বেড়ায় ভাসি  তোমার হাসি বেয়ে বেয়ে।

৬২

আমার সকল রসের ধারা
তোমাতে আজ হোক-না হারা।
জীবন জুড়ে লাগুক পরশ,  ভুবন ব্যেপে জাগুক হরষ,
তোমার রূপে মরুক ডুবে  আমার দুটি আঁখিতারা।
হারিয়ে-যাওয়া মনটি আমার
ফিরিয়ে তুমি আনলে আবার।
ছড়িয়ে-পড়া আশাগুলি  কুড়িয়ে তুমি লও গো তুলি,
গলার হারে দোলাও তারে  গাঁথা তোমার ক’রে সারা।

৬৩

রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে
তোমায় আমায় দেখা হল সেই মোহানার ধারে।