পাতা:গীতবিতান.djvu/১৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পূজা
৩৩

অরূপ, তোমার রূপের লীলায় ভাগে হৃদয়পুর।
আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর।
তোমায় আমায় মিলন হলে সকলই যায় খুলে,
বিশ্বসাগর ঢেউ খেলায়ে উঠে তখন দুলে।
তোমার আলোয় নাই তো ছায়া,  আমার মাঝে পায় সে কায়া,
হয় সে আমার অশ্রুজলে সুন্দরবিধুর।
আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর।

৬৬

আজি  যত তারা তব আকাশে
সবে  মোর প্রাণ ভরি প্রকাশে।
নিখিল তোমার এসেছে ছুটিয়া,  মোর মাঝে আজি পড়েছে টুটিয়া হে,
তব নিকুঞ্জের মঞ্জরী যত  আমারি অঙ্গে বিকাশে।
দিকে দিগন্তে যত আনন্দ  লভিয়াছে এক গভীর গন্ধ,
আমার চিত্তে মিলি একত্রে  তোমার মন্দিরে উছাসে।
আজি কোনোখানে কারেও না জানি,
শুনিতে না পাই আজি কারো বাণী হে,
নিখিল নিশ্বাস আজি এ বক্ষে  বাঁশরির সুরে বিলাসে।

৬৭

আমি  কেমন করিয়া জানাব আমার জুড়ালো হৃদয় জুড়ালো—
আমার  জুড়ালো হৃদয় প্রভাতে।
আমি  কেমন করিয়া জানাব আমার পরান কী নিধি কুড়ালো—
ডুবিয়া  নিবিড় গভীর শোভাতে।
আজ  গিয়েছি সবার মাঝারে, সেথায় দেখেছি আলোক-আসনে—
দেখেছি  আমার হৃদয়রাজারে।
আমি  দুয়েকটি কথা কয়েছি তা সনে সে নীরব সভা-মাঝারে—
দেখেছি চিরজনমের রাজারে।
এই  বাতাস আমারে হৃদয়ে লয়েছে, আলোক আমার তনুতে