পাতা:গীতবিতান.djvu/১৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পূজা
৩৫

ও অপরূপ রূপ, ও মনোহর কথা,
ও চরমের সুখ, ও মরমের ব্যথা।
ও ভিখারির ধন, ও অবোলার বোল—
ও জনমের দোলা, ও মরণের কোল।

৭১

আমার মাঝে তোমারি মায়া জাগালে তুমি কবি।
আপন-মনে আমারি পটে আঁকো মানস ছবি।
তাপস তুমি ধেয়ানে তব  কী দেখ মোরে কেমনে কব,
আপন-মনে মেঘস্বপন আপনি রচ রবি।
তোমার জটে আমি তোমারি ভাবের জাহ্নবী।
তোমারি সোনা বোঝাই হল, আমি তো তার ভেলা—
নিজেরে তুমি ভোলাবে ব’লে আমারে নিয়ে খেলা।
কণ্ঠে মম কী কথা শোন  অর্থ আমি বুঝি না কোনো,
বীণাতে মোর কাঁদিয়া ওঠে তোমারি ভৈরবী।
মুকুল মম সুবাসে তব গোপনে সৌরভী।

৭২

ভুলে যাই থেকে থেকে
তোমার  আসন-’পরে বসাতে চাও  নাম আমাদের হেঁকে হেঁকে।
দ্বারী মোদের চেনে না যে,  বাধা দেয়  পথের মাঝে।
বাহিরে  দাঁড়িয়ে আছি,  লও ভিতরে ডেকে ডেকে।
মোদের  প্রাণ দিয়েছ আপন হাতে,  মান দিয়েছ তারি সাথে।
থেকেও সে মান  থাকে না যে  লোভে আর  ভয়ে লাজে—
ম্লান হয়  দিনে দিনে  যায় ধুলাতে  ঢেকে ঢেকে।

৭৩

তোমার  এই মাধুরী ছাপিয়ে আকাশ ঝরবে,
আমার  প্রাণে নইলে সে কি কোথাও ধরবে?