পাতা:গীতবিতান.djvu/১৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩৬
পূজা

এই-যে আলো সূর্যে গ্রহে তারায়  ঝ’রে পড়ে শতলক্ষ ধারায়,
পূর্ণ হবে এ প্রাণ যখন ভরবে।
তোমার  ফুলে যে রঙ ঘুমের মতো লাগল
আমার  মনে লেগে তবে সে যে জাগল গো।
যে প্রেম কাঁপায় বিশ্ববীণায় পুলকে  সঙ্গীতে সে উঠবে ভেসে পলকে
যে দিন আমার সকল হৃদয় হরবে।

৭৪

এরে  ভিখারি সাজায়ে কী বঙ্গ তুমি করিলে,
হাসিতে আকাশ ভরিলে।
পথে পথে ফেরে, দ্বারে দ্বারে যায়,  ঝুলি ভরি রাখে যাহা-কিছু পায়—
কতবার তুমি পথে এসে, হায়,  ভিক্ষার ধন হরিলে।
ভেবেছিল চির-কাঙাল সে এই ভুবনে,  কাঙাল মরণে জীবনে।
ওগো মহারাজা, বড়ো ভয়ে ভয়ে  দিনশেষে এল তোমারি আলয়ে—
আধেক আসনে তারে ডেকে লয়ে  নিজ মালা দিয়ে বরিলে।

৭৫

আপনাকে এই জানা আমার ফুরাবে না।
এই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা।
কত জনম-মরণেতে  তোমারি ওই চরণেতে
আপনাকে যে দেব, তবু  বাড়বে দেনা।
আমারে যে নামতে হবে  ঘাটে ঘাটে,
বারে বারে এই ভুবনের  প্রাণের হাটে।
ব্যবসা মোর তোমার সাথে  চলবে বেড়ে দিনে রাতে,
আপনা নিয়ে করব যতই বেচা কেনা।

৭৬

তুমি যে এসেছ মোর  ভবনে রব উঠেছে ভুবনে
নহিলে  ফুলে কিসের রঙ লেগেছে,   গগনে কোন্ গান জেগেছে,
কোন্ পরিমল পবনে।