পাতা:গীতবিতান.djvu/১৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩৮
পূজা

দিয়ে রতন মণি, দিয়ে  তোমার রতন মণি  আমায় করলে ধনী—
এখন  দ্বারে এসে ডাকো,  রয়েছি দ্বার এঁটে।
আমায় তুমি করবে দাতা, আপনি ভিক্ষু হবে—
বিশ্বভুবন মাতল যে তাই হাসির কলরবে।
তুমি  রইবে না ওই রথে, তুমি  রইবে না ওই রথে  নামবে ধুলাপথে
যুগ-যুগান্ত আমার সাথে চলবে হেঁটে হেঁটে।

৮০

যদি  আমায় তুমি বাঁচাও, তবে
তোমার  নিখিল ভুবন ধন্য হবে।
যদি  আমার মনের মলিন কালী  ঘুচাও পুণ্যসলিল ঢালি
তোমার  চন্দ্র সূর্য নূতন আলোয়  জাগবে জ্যোতির মহোৎসবে।
আজও  ফোটে নি মোর শোভার কুঁড়ি,
তারি  বিষাদ আছে জগৎ জুড়ি।
যদি  নিশার তিমির গিয়ে টুটে  আমার হৃদয় জেগে ওঠে,
তবে মুখর হবে সকল আকাশ  আনন্দময় গানের রবে।

৮১

যিনি সকল কাজের কাজী মোরা তারি কাজের সঙ্গী।
যাঁর  নানা রঙের বঙ্গ মোরা তাঁরি রসের রঙ্গী।
তাঁর  বিপুল ছন্দে ছন্দে
মোরা  যাই চলে আনন্দে,
তিনি  যেমনি বাজান ভেরী মোদের তেমনি নাচের ভঙ্গী।
এই  জন্ম-মরণ-খেলায়
মোরা  মিলি তাঁরি মেলায়,
এই  দুঃখসুখের জীবন মোদের তাঁরি খেলার অঙ্গী।
ওরে ডাকেন তিনি যবে
তাঁর জলদ-মন্দ্র রবে
ছুটি পথের কাঁটা পায়ে দ’লে সাগর গিরি লঙ্ঘি।