পাতা:গীতবিতান.djvu/১৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পূজা
৪৫

বড়ো-আপন কাছের জিনিস রইল দূরে।
হৃদয় আমার সহজ সুধায় দাও-না পূরে।
বারে বারে চাইব না আর মিথ্যা টানে
ভাঙন-ধরা আঁধার-করা পিছন-পানে।
বাসা বাঁধার বাঁধনখানা যাক-না টুটে,
অবাধ পথের শূন্যে আমি চলব ছুটে।
শূন্য-ভরা তোমার বাঁশির সুরে সুরে
হৃদয় আমার সহজ সুধায় দাও-না পূরে।

৯৭

গাব তোমার সুরে  দাও সে বীণাযন্ত্র,
শুনব তোমার বাণী  দাও সে অমর মন্ত্র।
করব তোমার সেবা  দাও সে পরম শক্তি,
চাইব তোমার মুখে  দাও সে অচল ভক্তি।
সইব তোমার আঘাত  দাও সে বিপুল ধৈর্য,
বইব তোমার ধ্বজা  দাও সে অটল স্থৈর্য।
নেব সকল বিশ্ব  দাও সে প্রবল প্রাণ,
করব আমায় নিঃস্ব  দাও সে প্রেমের দান।
যাব তোমার সাথে  দাও সে দখিন হস্ত,
লড়ব তোমার রণে  দাও সে তোমার অস্ত্র।
জাগব তোমার সত্যে  দাও সেই আহ্বান।
ছাড়ব সুখের দাস্য,  দাও দাও কল্যাণ।

৯৮

শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে
তোমারি সুরটি আমার মুখের ’পরে, বুকের ’পরে।
পূরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়ানে—
নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে।
নিশিদিন এই জীবনের সুখের ’পরে দুখের ’পরে