পাতা:গীতবিতান.djvu/১৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪৮
পূজা

সব বিদ্বেষ দূরে যায় যেন তব মঙ্গলমন্ত্রে,
বিকাশে মাধুরী হৃদয়ে বাহিরে তব সঙ্গীতছন্দে।
তব নির্মল নীরব হাস্য  হেরি অম্বর ব্যাপিয়া
তব গৌরবে সকল গর্ব লাজে যেন সদা লাজে গো।

১০৪

চরণ ধরিতে দিয়ো গো আমারে,  নিয়ো না, নিয়ো না সরায়ে—
জীবন মরণ সুখ দুখ দিয়ে  বক্ষে ধরিব জড়ায়ে।
স্খলিত শিথিল কামনার ভার  বহিয়া বহিয়া ফিরি কত আর—
নিজ হাতে তুমি গেঁথে নিয়ো হার,  ফেলো না আমারে ছড়ায়ে।
চিরপিপাসিত বাসনা বেদনা  বাঁচাও তাহারে মারিয়া।
শেষ জয়ে যেন হয় সে বিজয়ী  তোমারি কাছেতে হারিয়া।
বিকায়ে বিকায়ে দীন আপনারে  পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে—
তোমারি করিয়া নিয়ো গো আমারে  বরণের মালা পরায়ে।

১০৫

তোমারি নাম বলব নানা ছলে,
বলব একা বসে আপন  মনের ছায়াতলে।
বলব বিনা ভাষায়,  বলব বিনা আশায়,
বলব মুখের হাসি দিয়ে,  বলব চোখের জলে।
বিনা প্রয়োজনের ডাকে  ডাকব তোমার নাম,
সেই ডাকে মোর শুধু-শুধুই  পূরবে মনস্কাম।
শিশু যেমন মাকে  নামের নেশায় ডাকে,
বলতে পারে এই সুখেতেই  মায়ের নাম সে বলে।

১০৬

আমার এ ঘরে আপনার করে  গৃহদীপখানি জ্বালো হে।
সব দুখশোক সার্থক হোক  লভিয়া তোমারি আলো হে।