পাতা:গীতবিতান.djvu/১৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পূজা
৫৩

তোমারে পেয়েছিনু যে, কখন্‌ হারানু অবহেলে,
কখন্‌ ঘুমাইনু হে, আঁধার হেরি আঁখি মেলে।
বিরহ জানাইব কায়, সান্ত্বনা কে দিবে হায়,
বরষ বরষ চলে যায়, হেরি নি প্রেমবয়ান—
দরশন দাও হে, দাও হে দাও, কাঁদে হৃদয় ম্ৰিয়মাণ।

১১৫

হে মহাজীবন,হে মহামরণ,  লইনু শরণ, লইলু শরণ॥
আঁধার প্রদীপে জ্বালাও ও শিখা,
পরাও পরাও জ্যোতিষ টিকা— করো হে আমার লজ্জাহরণ।
পরশরতন তোমারি চরণ— লইনু শরণ, লইনু শরণ।
যা-কিছু মলিন, যা-কিছু কালো,
যা-কিছু বিরূপ হোক তা ভালো— ঘুচাও ঘুচাও সব আবরণ।

১১৬

পথে যেতে ডেকেছিলে মোরে।
পিছিয়ে পড়েছি আমি, যাব যে কী করে?
এসেছে নিবিড় নিশি,  পথরেখা গেছে মিশি—
সাড়া দাও, সাড়া দাও আঁধারের ঘোরে।
ভয় হয়,পাছে ঘুরে ঘুরে  যত আমি যাই তত যাই চলে দূরে—
মনে করি আছ কাছে,  তবু ভয় হয়, পাছে
আমি আছি তুমি নাই কালি নিশিভোরে।

১১৭

দুয়ারে দাও মোরে রাখিয়া  নিত্য কল্যাণ-কাজে হে।
ফিরিব আহ্বান মানিয়া  তোমারি রাজ্যের মাঝে হে।
মজিয়া অনুখন লালসে  রব না পড়িয়া আলসে,
হয়েছে জর্জর জীবন   ব্যর্থ দিবসের লাজে হে।