পাতা:গীতবিতান.djvu/১৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫৪
পূজা

আমারে রহে যেন না ঘিরি  সতত বহুতর সংশয়ে,
বিবিধ পথে যেন না ফিরি  বহুল-সংগ্রহ-আশয়ে।
অনেক নৃপতির শাসনে  না রহি শঙ্কিত আসনে,
ফিরিব নির্ভয়গৌরবে  তোমারি ভৃত্যের সাজে হে॥

১১৮

ধনে জনে আাছি জড়ায়ে হায়,
তবু জানো মন তোমারে চায়॥
অন্তরে আছ অন্তর্যামী,
আমা চেয়ে আমায় জানিছ স্বামী—
সব সুখে দুখে ভুলে থাকায়
জানো মম মন তোমারে চায়॥
ছাড়িতে পারি নি অহঙ্কারে,
ঘুরে মরি শিরে বহিয়া তারে,
ছাড়িতে পারিলে বাঁচি যে হায়—
তুমি জানো মন তোমারে চায়।
যা আছে আমার সকলই কবে
নিজ হাতে তুমি তুলিয়া লবে—
সব ছেড়ে সব পাব তোমায়।
মনে মনে মন তোমারে চায়॥

১১৯

তোমারি সেবক করো হে আজি হতে আমারে।
চিত্ত-মাঝে দিবারাত  আদেশ তব দেহো নাথ,
তোমার কর্মে রাখো বিশ্বজুয়ারে॥
করে ছিন্ন মোহপাশ  সকল লুব্ধ আশ,
লোকভয় দূর করি দাও দাও।
রত রাখো কল্যাণে  নীরবে নিরভিমানে,
মগ্ন করে আনন্দরসধারে॥