পাতা:গীতবিতান.djvu/১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বরলিপিপঞ্জী

প্রথম ছত্রের বর্ণানুক্রমিক সূচীপত্রে, কোথায় কোন গানের স্বরলিপি প্রকাশিত তাহার নির্দেশ আছে; গ্রন্থােত্তর সংখ্যা গ্রন্থের খণ্ড -বাচক; সাময়িকপত্রের নির্দেশের সহিত সংখ্যাদ্বারা যথাক্রমে মাস বৎসর ও পৃষ্ঠা উল্লিখিত। যে-সকল পুস্তকে বা সংগীত-পত্রিকায় রবীন্দ্রনাথের গানের স্বরলিপি প্রকাশিত, নিয়ে তাহার তালিকা দেওয়া হইল।


নাম প্রথম প্রকাশ নাম-সংক্ষেপ ১৩৬২ ১৩৭০ আনুষ্ঠানিক ১৬০ ১৩২৬ অরূপরতন (স্বরবিতান ৪২) আনুষ্ঠানিক সংগীত কাব্যগীতি (স্বরবিতান ৩৩) কালমৃগয়া (স্বরবিতান ২৯) কেতকী (স্বরবিতান!১১) গীতপঞ্চাশিকা (স্বরবিতান ১৬) গীতমালিকা (দুই ভাগ: স্বর ৩০৩ ও ৩১) গীতলিপি ( ছয় খণ্ড)। গীতলেখা (তিন ভাগ) গীতিচর্চা (তিন খণ্ড) ১৩২৫ ১৩৩৩ ও ১৩৩৬ ১৯১০-১৮ খ্রীস্টাব্দ ১৩২৪-২৭ ১৩৬৮, ১৩৭৩ ও ১৩৮৫


১ ২

রাজা নাটকের রূপান্তর- অরূপরতন; উহার ১৩২৬ মাঘ ও ১৩৪২ কার্তিক এই দুইটি সংস্করণের সব গানেরই স্বরলিপি আছে। ১৩২৬ পৌষে প্রকাশিত; ইহার ৫টি গানের স্বরলিপি ‘অরূপরতন’ (স্বরবিতান ৪২) গ্রন্থে সংকলিত ও কাব্যগীতির পুনর্মুদ্রণে বর্জিত। ১৩৩৩ সালে প্রথম ভাগ প্রকাশিত, ১৩৪৫ সনে উহাতে ১০টি নূতন স্বরলিপি যুক্ত হয়। স্বরবিতান ৩০, শেষােক্ত গ্রন্থেরই পুনর্মুদ্রণ। ৪ অধিকাংশই স্বরবিতানের ৩৬, ৩৭ ও ৩৮ -অঙ্কিত খণ্ডে পুনর্মুদ্রিত মাত্র ১৫টি গানের স্বরলিপি শেফালি, কেতকী, অরূপরতন ও অন্য দু-একখানি গ্রন্থে থাকায়, উল্লিখিত তিন খণ্ডে গৃহীত হয় নাই।

অধিকাংশ স্বরলিপি স্বরবিতানের ৩৯, ৪০ ও ৪১ -অঙ্কিত খণ্ডে সংকলিত।

[১১]