নাম প্রথম প্রকাশ নাম-সংক্ষেপ ভানুসিংহ ঠাকুরের পদাবলী • • (স্বরবিতান ২১) ১৩৫৮ ভান্থসিংহ ভারততীর্থ ১ ২ >S)Q 8 মায়ার খেলা (স্বরবিতান ৪৮) ১৩৩২ শতগান ১ ও >○o" শাপমোচন ›\©ግ > শেফালি (স্বরবিতান ৫০ ) S\లిషా\9 শু্যামা (স্বরবিতান ১৯ ) >Wつ8ぐ3 সংগীতগীতাঞ্জলি ১৪ ১৯২৭ খ্রীস্টবিদ গীতাঞ্জলি সঙ্গীতবিজ্ঞান প্রবেশিকা। মাসিকপত্র বৈশাখ ১৩৩১ সঙ্গীতবিজ্ঞান স্বরলিপি-গীতিমালা ১৪ Y\0 o 8 গীতিমালা স্বরবিতান ১৬ >\98之一 বিকল্পে : স্বর S \ ॐ ॐ 3 о > 8 3 & } \e ২৫টি, ক্রয়োবিংশ খন্তে_হভট, এবং ১৯টি সপ্তবিংশ খন্তে_সংকলিত। সপ্তবিংশ-খণ্ড স্বরবিতানের ভূমিকা দ্রষ্টব্য। সাধারণ ব্রাহ্মসমাজের উদ্যোগে যে ‘ব্রহ্মসঙ্গীত-স্বরলিপি” প্রকাশিত হইতেছে (১৩৫৮ মাঘ হইতে ) তাহা স্বতন্ত্র পুস্তক। পরবর্তী স্বচীতে উহার উল্লেখস্থলে গ্রন্থের পুরা নাম ও প্রকাশকাল প্রদত্ত । মাত্র ৯টি পদাবলীর স্বর বা স্বরলিপি পাওয়া গিয়াছে ও এই গ্রন্থে সংকলিত হইয়াছে; অধিকন্তু গোবিন্দদাস-রচিত “সুন্দরী রাধে আওয়ে বনি’ গানে রবীন্দ্রনাথ যে সুর দেন তাহাও আছে। স্বরবিতানের ৪৬ ও ৪৭ -অঙ্কিত খণ্ডে রবীন্দ্রনাথের সমুদয় স্বদেশসংগীত সংকলিত হওয়ায় এই স্বরলিপিগ্রন্থ পুনৰ্বমুদ্রিত হয় নাই। একটি বেদগান ব্যতীত ইহার সমুদয় রবীন্দ্রসংগীত-স্বরলিপি স্বরবিতানের বিভিন্ন খণ্ডে সংকলিত । p অধিকাংশ স্বরলিপি পূর্বপ্রকাশিত অন্যান্য গ্রন্থে প্রচারিত। বর্তমানে ইহার সমুদয় স্বরলিপি স্বরবিতানের বিভিন্ন খণ্ডের অন্তভূক্ত। ইহার অধিকাংশ রবীন্দ্রসংগীত-স্বরলিপি স্বরবিতানের ১০, ২০, ৩২ ও ৩৫ -অঙ্কিত খণ্ডে পাওয়া যাইবে । রবীন্দ্রসংগীতের সমুদয় স্বরলিপি এই গ্রন্থমালায় সংকলিত হইতেছে। এ পর্যন্ত ৬৩টি খণ্ড প্রকাশিত হইয়াছে। [ ১৩ ]
পাতা:গীতবিতান.djvu/১৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।