পাতা:গীতবিতান.djvu/২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নাম * প্রথম প্রকাশ নাম-সংক্ষেপ स्वरवितान** کاواف9\د ( Twenty-six Songs by Rabindranath Tagore : notation by A. A. Bake ১৯৩৫ খ্রীস্টাবদ বাকে স্বরবিতান ৩৭ ও ৩৮ উভয় খণ্ডে গীতাঞ্জলি কাব্যের ৫৯টি, গীতাঞ্জলি-পূর্ব ১টি, মোট ৬০টি গানের স্বরলিপি আছে। স্বরবিতান ৩৯, ৪০ ও ৪১ -অঙ্কিত খণ্ডে গীতিমাল্য কাব্যের ৭৮টি গানের স্বরলিপি, প্রধানতঃ গীতলেখার বিভিন্ন খণ্ড হইতে সংকলিত। স্বরবিতান ৪৩ ও ৪৪ -অঙ্কিত খণ্ডে গীতালি কাব্যের মোট ৫২টি গানের স্বরলিপি রহিয়াছে। স্বরবিতান ৪৫ -অঙ্কিত খণ্ডে ৩০টি ভগবদ্ধভক্তিমূলক গানের স্বরলিপি আছে। স্বরবিতান ৪৬ -অঙ্কিত খণ্ডে বঙ্গভঙ্গজনিত জাতীয় আন্দোলন -কালে রচিত ২৪টি রবীন্দ্রসংগীতের স্বরলিপি ছাড়া বন্দে মাতরম্ গানের রবীন্দ্র-সুর সংকলন করা হইয়াছে। স্বরবিতান ৪৭ -অঙ্কিত খণ্ডে রাষ্ট্রীয় সংগীত ও রবীন্দ্রনাথের দেশভক্তিসূচক অন্যান্য ( মোট ২৬টি) গানের স্বরলিপি আছে। স্বরবিতান ৫২ -অঙ্কিত খণ্ডে অচলায়তন নাটকের ১৮টি এবং মুক্তধারা নাটকের ৮টি, মোট ২৬টি গানের স্বরলিপি সংকলিত । স্বরবিতান ৫৩ ও ৫৪ -অঙ্কিত খণ্ডে কবির শেষ বয়সে রচিত বহু গানের স্বরলিপি সংকলিত। স্বরবিতান ৫৫ -অঙ্কিত খণ্ডে, পূর্বে কোনো গ্রন্থে মুদ্রিত হয় নাই এরূপ বহু আনুষ্ঠানিক সংগীতের স্বরলিপি সংকলিত হইয়াছে। স্বরবিতান ৫৬-অঙ্কিত খণ্ডের ২৫টি সংগীতস্বরলিপির অতি অল্পই ইতিপূর্বে পুস্তকে বা পত্রিকায় প্রকাশিত। স্বরবিতান ৫৮ ও ৫৯ -অঙ্কিত খণ্ডে কবির শেষ বয়সের, প্রধানত: বর্ষ ও । বসন্তের, যথাক্রমে ২০টি ও ২৫টি গানের স্বরলিপি সংকলিত । স্বরবিতান ৬০, ৬১, ৬২ ও ৬৩-অঙ্কিত খণ্ডে যথাক্রমে ১৫টি, ১৪টি, ১৩টি ও ২টি গানের স্বরলিপি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত। - ১৭ নাগরী হরপে প্রচারিত স্বরবিতানে গীতাঞ্জলি-গীতিমাল্য-গীতালি’র নির্বাচিত ২৫টি গানের স্বরলিপি সংকলিত। বাংলা স্বরবিতান হইতে ভিন্ন। চৈত্র ১৩৮৫ US$ )