পাতা:গীতবিতান.djvu/২২

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

গীতবিতান গ্রন্থ রবীন্দ্রসংগীতের গায়ক-গায়িকাদের সদাসর্বদা ব্যবহারে লাগে। বহু ক্ষেত্রে যেরূপ গাওয়া হয় ও স্বরবিতানে পাওয়া যায়, তাহার সহিত পূর্বমুদ্রিত রূপের মিল না হওয়ায় কিছু অসুবিধা হইতে পারে। বর্তমান মুদ্রণে গানগুলির গীত ও পঠিত রূপের সামঞ্জস্য-সাধনে যত্ব করা হইয়াছে।

 যে ক্ষেত্রে কোনো গানের সূচনাতেই কোনো শব্দ বা কতকগুলি শব্দ ডাহিনে একটি বন্ধনীচিহ্ন দিয়া মুদ্রিত (যেমন পৃ. ৩৩১, গীত-সংখ্যা ১৫৫) বুঝিতে হইবে ঐটুকু সূচনাকালে গাওয়া হয় না, পরস্তু গানের সূচনায় ফিরিয়া গাওয়া হইয়া থাকে, অথবা স্থলবিশেষে পুনঃ পুন: গাওয়া হয়।

 বিশ্বভারতী-কর্তৃক প্রকাশিত স্বরবিতান-সুচীপত্রে রবীন্দ্রসংগীতের সহজলভ্য সমুদয় স্বরলিপি সম্পর্কে বিশদ সন্ধান পাওয়া যাইবে।