প্রথম ছত্রের সূচী[১]
অকারণে অকালে মোর। গীতিবীথিকা | ১৪৫ | |
অগ্নিবীণা বাজাও তুমি কেমন ক'রে। স্বরবিতান ৪৪ | ৭৩ | |
অগ্নিশিখা, এসো এসো। গীতমালিকা ১। গীতিচর্চা ২ | ৬১৩ | |
অচেনাকে ভয় কী আমার ওরে। স্বরবিতান ৪৩ | ২৩২ | |
অজানা খনির নূতন মণির। স্বরবিতান ৫৪ | ২৮৭ | |
অজানা সুর কে দিয়ে যায়। তাসের দেশ | ৩৫৭ |
- ↑ বাংলা বর্ণমালার নির্দিষ্ট ক্রমেই গানের প্রথম ছত্রগুলি সাজানো। ড়=ড, ঢ়=ঢ, য়=য এরূপেই ধরা হয়। উপস্থিত সূচীপত্রে ং=ঙ্ এরূপও ধরা হইয়াছে; অর্থাৎ 'সংকট' শব্দ, 'সঙ্কট' বানান থাকিলে যেখানে বসিবার সেইখানেই বসিয়াছে। ৺ এবং ঃ স্বাতন্ত্র্যমর্যাদা পায় নাই, ঐরূপ চিহ্ন না থাকিলে শব্দটি যে স্থানে থাকিবার সেখানেই আছে। 'ঐ' বর্ণটিকে বাংলা শব্দের আদিতে স্বীকার করা হয় নাই, 'ওই' বানানে তদুপযুক্ত স্থানে বসানো হইয়াছে।
বর্তমান সূচীতে, সম্ভব হইলেই স্বরলিপিহীন গানের সুর বা সুর-তাল-সম্পর্কিত তথ্য সংকলন করিয়া দেওয়া হইয়াছে।
সূচীতে সংকলিত প্রথম ছত্রের পূর্বে ✸ চিহ্ন দিয়া, চিহ্নিত গান যে এদেশীয়, পূর্বপ্রচলিত অন্যের কোনো বিশেষ গান অথবা গতের আদর্শে কিম্বা প্রভাবে রচিত ইহাই জানানো হইয়াছে। অপর পক্ষে ছত্রের পূর্বে ✝ চিহ্ন দিয়া বুঝানো হইয়াছে যে, ঐ গান কোনো বিলাতি গানের আদর্শে বা প্রভাবে রচিত। (এ সম্পর্কে ইন্দিরাদেবী-প্রণীত 'রবীন্দ্রসিংগীতের ত্রিবেণীসংগম' পুস্তিকায় বহু তথ্য সংকলিত হইয়াছে।)
কোনো কোনো গানের সূচনাতেই পাঠভেদ দেখা যায়—কখনো বা একটি পাঠের সূচনাতেই অতিপর্বিক একটি শব্দ আছে, অন্য পাঠে নাই—এরূপ ক্ষেত্রে অধিকাংশ পাঠই সূচীপত্রে ধরা হইয়াছে এবং একটি পাঠের উল্লেখস্থলে প্রয়োজন হইলে বন্ধনী-মধ্যে অন্য পাঠের নির্দেশ দেওয়া হইয়াছে।
'নৃত্যনাট্য চণ্ডালিকা' প্রভৃতি স্বরলিপিগ্রন্থে, বিভিন্ন চরিত্র-কর্তৃক গীত হইয়ায়, একই গানের বিভিন্ন অংশের স্বরলিপি পৃথক পৃথক মুদ্রিত আছে; বর্তমান সূচীপত্রে অপ্রধান রচনা-খণ্ডের স্বতন্ত্র উল্লেখ নাই।