পাতা:গীতবিতান.djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২২ ]
গীতবিতান
আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। গীতলেখা ৩। স্বরবিতান ৪৩। গীতিচর্চা ২ ৯৪
আগে চল্‌, আগে চল্‌ ভাই। ভারততীর্থ। স্বরবিতান ৪৭ ২৫৩
আগ্রহ মোর অধীর অতি। চিত্রাঙ্গদা ৭০১
আঘাত করে নিলে জিনে। স্বরবিতান ৪৪ ৯৫
✸আছ অন্তরে চিরদিন। ব্রহ্মসঙ্গীত ২। স্বরবিতান ২২ ১৭১
আছ আকাশ-পানে তুলে মাথা। গীতমালিকা ২ ৩১১
আছ আপন মহিমা। তুলনীয়: আমার মাঝে তোমারি মায়া ১৪১
আছে তোমার বিদ্যেসাধ্যি জানা। বাল্মীকিপ্রতিভা ৬৪২
আছে দুঃখ, আছে মৃত্যু। বৈতালিক। স্বরবিতান ২৭। আনুষ্ঠানিক ১০৮
আজ আকাশের মনের কথা। নবগীতিকা ২ ৪৫৪
আজ আমার আনন্দ দেখে কে ৭৯৯
আজ আলোকের এই ঝর্নাধারায় (আলোকের এই। গীতপঞ্চাশিকা) ৪২
আজ আসবে শ্যাম গোকুলে ফিরে। গীতিমালা। স্বরবিতান ২৮ ৭৮৩
আজ কি তাহার বারতা পেল রে। গীতমালিকা ১ ৫১৯
আজ কিছুতেই যায় না মনের ভার। গীতমালিকা ১ ৪৪৬
আজ খেলা-ভাঙার খেলা। বসন্ত ৫১৯।৯৩৪
আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে। স্বরবিতান ৪০ ৬৭
আজ তারায় তারায় দীপ্ত শিখার। নবগীতিকা ২ ৫৭৭
আজ তালের বনের করতালি। নবগীতিকা ২ ৫৭৭
আজ তোমারে দেখতে এলেম। গীতিমালা। প্রায়শ্চিত্ত ৪১৪
আজ দখিনবাতাসে। বসন্ত ৫১৭
আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায়। শেফালি। গীতাঞ্জলি। গীতিচর্চা ১ ৪৮২
আজ নবীন মেঘের সুর লেগেছে। নবগীতিকা ২ ৪৫৩
✸আজ নাহি নাহি নিদ্রা। ব্রহ্মসঙ্গীত ৬। স্বরবিতান ৩৬ ১৭২
আজ প্রথম ফুলের পাব (প্রথম ফুলের। গীতলিপি ৬) ধেফালি ৪৮৫
আজ বরষার রূপ হেরি মানবের মাঝে ৪৭০
আজ বারি ঝরে ঝরঝর। গীতলিপি ৩। কেতকী। গীতাঞ্জলি। গীতিচর্চা ১ ৪৪১
আজ বুকের বসন ছিঁড়ে (বুকের বসন। শেফালি) ব্রহ্মসঙ্গীত ৫ ৮৯৬
✸আজ বুঝি আইল প্রিয়তম। ব্রহ্মসঙ্গীত ৬। স্বরবিতান ২৫ ৮৪৫