পাতা:গীতবিতান.djvu/৩০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পূজা
১৯১

আমার ব’লে যা পেয়েছি ততক্ষণে যবে
তোমার করে দেব তখন তারা আমার হবে—
সব দিতে হবে।

৪৮৩

আমি দীন, অতি দীন-
কেমনে শুধিব, নাথ হে, তব করুণাঋণ॥
তব মেহ শত ধারে  ডুবাইছে সংসারে,
তাপিত হৃদিমাঝে ঝরিছে নিশিদিন॥
হৃদয়ে যা আছে  দিব তব কাছে,
তোমারি এ প্রেম দিব তোমায়ে-
চিরদিন তব কাজে  বহিব জগতমাঝে,
জীবন করেছি তোমার চরণতলে লীন॥

৪৮৪

কী ভয় অভয়ধামে, তুমি মহারাজা- ভয় যায় তব নামে॥
নির্ভয়ে অযুত সহস্র লোক ধায় হে,
গগনে গগনে সেই অভয়নাম গায় হে॥
তব বলে কর বলী যারে, কৃপাময়,
লোকভয় বিপদ মৃত্যুভয় দূর হয় তার॥
আশা বিকাশে, সব বন্ধন ঘুচে, নিত্য অমৃতরস পায় হে।

৪৮৫

আনন্দ রয়েছে জাগি ভুবনে তোমার
তুমি সদা নিকটে আছ বলে॥
স্তব্ধঅবাক নীলাম্বরে রবি শশী তারা
গাঁথিছে হে শুভ কিরণমালা॥