এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রথম ছত্রের সূচী
[ ২৫
আঁধার শাখা উজল করি। গীতিমালা। স্বরবিতান ২০। স্বরবিতান ৫২ | ৭৭১ | |
আঁধার সকলই দেখি। কানাড়া-আড়াঠেকা | ৯৫৪ | |
আঁধারের লীলা আকাশে আলোকলেখায় লেখায় | ৫৮৩ | |
আধেক ঘুমে নয়ন চুমে। স্বরবিতান ১ | ৫৮৪ | |
আন্ গো তোরা কার কী আছে। স্বরবিতান ৫ | ৫২২ | |
আনন্দগান উঠুক তবে বাজি। স্বরবিতান ৫৬ | ১২৯ | |
✸আনন্দ তুমি স্বামি। ব্রহ্মসঙ্গীত ১। বৈতালিক। স্বরবিতান ২৭ | ১০৪ | |
✸আনন্দধারা বহিছে ভুবনে। স্বরবিতান ৪৫ | ১৩৭ | |
আনন্দ-ধ্বনি জাগাও গগনে। ভারততীর্থ। স্বরবিতান ৪৭ | ২৫৫ | |
✸আনন্দ রয়েছে জাগি ভুবনে তোমার। ব্রহ্মসঙ্গীত ১। স্বরবিতান ৪ | ১৯১ | |
✸আনন্দলোকে মঙ্গলালোকে। ব্রহ্মসঙ্গীত ১। স্বরবিতান ৪ | ১৮৭ | |
আনন্দেরই সাগর হতে (আনন্দেরই সাগর থেকে। গীতাঞ্জলি) শেফালি। গীতিচর্চা ১ | ৫৬৫ | |
আনমনা, আনমনা। স্বরবিতান ৩। শাপমোচন | ৩০৪ | |
আপন গানের টানে তোমার(গানে গানে তব। স্বরবিতান ৫) | ৯ | |
আপন মন নিয়ে (সখা, আপন মন নিয়ে। মায়ার খেলা) | ৯২২ | |
আপন মনে গোপন কোণে | ৫৫৩ | |
আপন হতে বাহির হয়ে বাইরে দাড়া। স্বরবিতান ৪৩ | ১৪৮ | |
আপনহারা মাতোয়ারা। স্বরবিতান ৬০ | ৯০০ | |
আপনাকে এই জানা আমার। স্বরবিতান ৪১ | ৩৬ | |
আপনারে দিয়ে রচিলি রে কি এ। স্বরবিতান ৩ | ৮৪ | |
আপনি অবশ হলি, তবে। স্বরবিতান ৪৬ | ২৪৬ | |
আপনি আমার কোনখানে। বাকে। স্বরবিতান ১ | ২২৯ | |
আবার এরা ঘিরেছে মোর মন। গীতলিপি ২। গীতাঞ্জলি। স্বর ৩৭। কেতকী | ৭৬ | |
আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে। গীতাঞ্জলি। কেতকী | ৪৬৪ | |
আবার মোরে পাগল ক’রে দিবে কে। কাব্যগীতি | ৮৯০ | |
আবার যদি ইচ্ছা কর। স্বরবিতান ৪৩। আনুষ্ঠানিক | ২৩২ | |
আবার শ্রাবণ হয়ে এলে ফিরে। কেতকী | ৪৬৫ | |
আমরা খুঁজি খেলার সাথি। ফাল্গুনী | ৬০০ | |
আমরা চাষ করি আনন্দে। স্বরবিতান ৫২। গীতিচর্চা ১। আনুষ্ঠানিক | ৬০১ |