এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
প্রথম ছত্রের সূচী
[২৯
আমার মনের বাঁধন ঘুচে যাবে যদি। কাফি | ৮০২ | |
আমার মনের মাঝে যে গান বাজে। নবগীতিকা ১ | ২৭১ | |
আমার মল্লিকাবনে (যখন মল্লিকাবনে প্রথম ধরেছে) স্বর ৫ | ৫২৬ | |
আমার মাঝে তোমারি মায়া। গীতমালিকা ২ | ৩৫ | |
আমার মাথা নত করে। ব্রহ্মসঙ্গীত ৪। গীতাঞ্জলি। স্বরবিতান ২৩ | ১৯৪ | |
আমার মালার ফুলের দলে আছে লেখা। চণ্ডালিকা | ৫৩৪।৭০৯ | |
আমার মিলন লাগি তুমি। গীতলিপি ১। গীতাঞ্জলি। স্বরবিতান ৩৭ | ৫৯ | |
আমার মুক্তি আলোয় আলোয়। স্বরবিতান ৫ | ১৪১ | |
আমার মুখের কথা তোমার। গীতলেখা ২। বৈতালিক। স্বরবিতান ৪০ | ৪৯ | |
আমার যদিই বেলা যায় গো বয়ে। নবগীতিকা ১ | ৩০২ | |
আমার যা আছে আমি সকল দিতে পারি নি। স্বরবিতান ৮ | ৮২ | |
আমার যাবার বেলাতে। গীতাঞ্জলি। স্বরবিতান ৪১ | ২৩৫ | |
আমার যাবার বেলায় (আমায় যাবার বেলায়। গীতমালিকা ২ | ৩৩৮ | |
আমার যাবার সময় হল। স্বরবিতান ২০ | ৬০২ | |
আমার যে আসে কাছে, যে যায় চলে দূরে। গীতলেখা ৩। স্বর ৪১ | ১০৭ | |
আমার যে গান তোমার পরশ পাবে। গীতমালিকা ২ | ১৭ | |
আমার যে দিন ভেসে গেছে চোখের জলে। স্বরবিতান ৫৩ | ৪৭৯ | |
আমার যে সব দিতে হবে। গীতলেখা ২। স্বরবিতান ৪০ | ১৯০ | |
আমার যেতে সরে না মন। স্বরবিতান ৬০ | ৪২৩ | |
আমার রাত পোহালো শারদ প্রাতে। স্বরবিতান ২ | ৪৯২ | |
আমার লতার প্রথম মুকুল। স্বরবিতান ৫ | ৩২৩ | |
আমার শেষ পারানির কড়ি (কণ্ঠে নিলেম গান) গীতমালিকা ১ | ১৭ | |
আমার শেষ রাগিণীর প্রথম ধুয়ো। গীতমালিকা ১ | ২৮০ | |
আমার সকল কাটা ধন্য করে। স্বরবিতান ৪০ | ১২৩ | |
আমার সকল দুখের প্রদীপ জ্বেলে। গীতপঞ্চাশিকা | ৯০ | |
আমার সকল নিয়ে বসে আছি। অরূপরতন | ৩০৭ | |
আমার সকল রসের ধারা। গীতলেখা ২। স্বরবিতান ৪৩ | ৩১ | |
আমার সত্য মিথ্যা সকলই ভুলায়ে দাও। দেশ-একতাল | ৫৬ | |
আমার সুরে লাগে তোমার হাসি। নবগীতিকা ১ | ৯ | |
আমার সোনার বাংলা। স্বরবিতান ৪৬ | ২৪৩ |