১
চিত্ত পিপাসিত রে
গীতসুধার তরে।
তাপিত শুষ্কলতা বর্ষণ যাচে যথা
কাতর অন্তর মাের লুষ্ঠিত ধূলি-’পরে
গীতসুধার তরে।
আজি বসন্তনিশা, আজি অনন্ত তৃষা,
আজি এ জাগ্রত প্রাণ তৃষিত চকোর-সমান
গীতসুধার তরে।
চন্দ্র অতন্দ্র নভে জাগিছে সুপ্ত ভবে,
অন্তর বাহির আজি কাঁদে উদাস স্বরে
গীতসুধার তরে।
২
আমার মনের মাঝে যে গান বাজে শুনতে কি পাও গাে
আমার চোখের ’পরে আভাস দিয়ে যখনি যাও গাে।
রবির কিরণ নেয় যে টানি ফুলের বুকের শিশিরখানি,
আমার প্রাণের সে গান তুমি তেমনি কি নাও গাে।
আমার উদাস হৃদয় যখন আসে বাহির-পানে
আপনাকে যে দেয় ধরা সে সকলখানে।
কচি পাতা প্রথম প্রাতে কী কথা কয় আলাের সাথে,
আমার মনের আপন কথা বলে যে তাও গাে।
৩
কাহার গলায় পরাবি গানের রতনহার,
তাই কি বীণায় লাগালি যতনে নূতন তার।
কানন পরেছে শ্যামল দুকুল, আমের শাখাতে নূতন মুকুল,
নবীনের মায়া করিল আকুল হিয়া তোমার।